Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদারীপুরে ভোটকেন্দ্রে ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের লাঠিচার্জ

মাদারীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৬, ৩:১৫ পিএম

মাদারীপুর জেলা সংবাদদাতা : মাদারীপুরের রাজৈর উপজেলার একটি কেন্দ্রে ভোট চলাকালীন ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বহিরাগতদের ভোটকেন্দ্রে প্রবেশকে কেন্দ্র করে এ ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে আটটার দিকে ভোট শুরু হওয়ার আগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতালেব মিয়া বহিরাগতদের নিয়ে ৬ নং ওয়ার্ডের হোসেনপুর উচ্চ বিদ্যালয়ে প্রবেশ করেন। এসময় সাধারণ সদস্য পদ প্রার্থীদের সমর্থকরা বহিরাগতদের বাধা দেয়। এতে করে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠি চার্জ করে। বর্তমানে ওই কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।

ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশের এসআই নাজমুল হাসান জানান, বর্তমানে সেখানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশ ও র‌্যাব সদস্যরা সেখানে অবস্থান করছেন।

মাদারীপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ সদস্য পদে ৩৩ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটকেন্দ্রের নিরাপত্তায় পুলিশ ও র‌্যাবের পাশাপাশি দুই প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ