প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিশ্বব্যাপী ঝড়তোলা শাহরুখ খানের সিনেমা ‘পাঠান’ দেশে মুক্তি দেয়া নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা হচ্ছে। তর্ক-বিতর্কও হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছিলেন, চলচ্চিত্রের সবসংগঠন যদি এক হয়ে আবেদন করে, তাহলে পাঠান আমদানি করা হতে পারে। গত রোববার বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) দীর্ঘ আলোচনার পর চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯টি সংগঠন দেশে হিন্দি সিনেমা মুক্তি দেয়ার বিষয়ে ঐক্যমত পোষণ করেছে। এখন তারা মন্ত্রণালয়ের অনুমতির অপেক্ষায় আছেন। অনুমতি দিলে এ মাসেই ‘পাঠান’ দেশে মুক্তি পেতে পারে। চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ স¤পাদক আওলাদ হোসেন উজ্জ্বল জানান, মিটিংয়ে আমাদের অনেকগুলো বিষয়ে আলোচনা হয়েছে, অনেকগুলো বিষয়ে আমরা মতৈক্যে পৌঁছেছি। ভালো কিছু সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে অন্যতম বাংলাদেশে হিন্দি সিনেমা মুক্তির বিষয়। দুই বছরে ২০টি হিন্দি সিনেমা আমাদের এখানে মুক্তি দিব, এমন সিদ্ধান্ত নিয়েছে ১৯টি সংগঠন। সেটা ‘পাঠান’ দিয়ে শুরু হবে আশা করছি। তিনি জানান, সিদ্ধান্তগুলো নীতিমালা আকারে তথ্য ও স¤প্রচার মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দেয়া হবে। আমরা শিঘ্রই আমাদের সিদ্ধান্তের কথা মন্ত্রণালয়কে জানিয়ে দেব। মন্ত্রণালয় সম্মতি দিলে যেকোনো সময় ‘পাঠান’ মুক্তি পাবে। তবে জানা যায়, ২৪ ফেব্রুয়ারি সিনেমাটি দেশে মুক্তি দেয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে। এ ব্যাপারে ‘পাঠান’ সিনেমার আমদানির আবেদনকারী পরিচালক অনন্য মামুন বলেন, যতক্ষণ পর্যন্ত মন্ত্রণালয়ের অনুমতি না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত ২৪ ফেব্রুয়ারি পাঠান মুক্তি পাচ্ছে কিনা কিছু বলতে পারছি না। তবে আমাদের সব প্রস্তুতি নেয়া আছে। কাগজ হাতে পেলেই মুক্তির সব ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।