Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একযুগ পর অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস-এর নতুন অ্যালবাম

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

একযুগ পর প্রকাশিত হয়েছে ব্যান্ডদল অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস-এর নতুন অ্যালবাম। ‘অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস-২’ শিরোনামে গানটি প্রকাশিত হয়েছে স্পটিফাই ওটিটি প্ল্যাটফর্মে। ২০০৯ সালে প্রকাশ হয়েছিল ‘অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস’ লাইভ শিরোনামে তাদের সর্বশেষ অ্যালবাম। গত দুই বছর কোক স্টুডিও বাংলা নিয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন অর্ণব। তার ফাঁকে শেষ করেছেন নতুন অ্যালবামের কাজ। অ্যালবামটি সাজানো হয়েছে ৮টি গান দিয়ে। এগুলোর শিরোনাম, ‘আধখানা’, ‘আমায় ধরে রাখো’, ‘চাই না ভাবিস’, ‘হোক কলরব’, ‘জল পড়ে পাতা নড়ে’, ‘রাস্তায়’, ‘সে যে বসে আছে’ এবং ‘স্বপ্ন’। ব্যান্ডটির বর্তমান লাইনআপ: শায়ান চৌধুরী অর্ণব (ভোকাল ও গিটার), সাদুল ইসলাম (গিটার), ইমরান আহমেদ (গিটার), ফাইজান রশিদ আহমেদ বুনো (বেজ গিটার), পান্থ কানাই (ড্রামস), সুনিধি নায়েক আনিরি খান (ব্যাক ভোকাল)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ