Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মডেলের সঙ্গে প্রেম করছেন লিওনার্দো ডিক্যাপ্রিও?

| প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

১৯ বছর বয়সী ইসরায়েলি মডেল ইডেন পোলানির সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে লিওনার্দো ডিক্যাপ্রিওর। এক মিউজিক ইভেন্টে পোলানির পাশে বসে এই গুঞ্জন উসকে দিয়েছেন অভিনেতা। তবে এক সূত্র এই প্রসঙ্গে পেজ সিক্সকে জানিয়েছেন, ‘প্রেমের বিষয়টি সত্য নয়। তিনি পোলানির পাশে বসেছিলেন, তাদের আশেপাশে আরও অনেক মানুষ ছিলেন।’ সূত্র আরও বলেন, ‘ব্যাপারটি হাস্যকর। লিও তার সঙ্গে থাকা প্রতিটি মানুষের সাথেই ডেট করতে পারেন না।’ গ্র্যামি উইকেন্ডে ইবোনি রিলেস এর নতুন ইপি প্রকাশের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ৪৮ বছর বয়সী ডিক্যাপ্রিও। সেখানেই পোলানির পাশে বসে থাকা অবস্থায় ক্যামেরাবন্দী হয়েছেন অভিনেতা। এর আগে ২৩ বছর বয়সী ভিক্টোরিয়া লামাসের সঙ্গে প্রেমের গুঞ্জন রটেছিল ডিক্যাপ্রিওর। পশ্চিম হলিউডের বার্ডস স্ট্রিট ক্লাবে লিওনার্দো ডিক্যাপ্রিওর সঙ্গে দেখা গিয়েছিল লামাসকে। সেখান থেকেই প্রেমের গুঞ্জন শুরু হয়। পোলানির সঙ্গে পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দী হওয়া ছবিটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ‘ট্রল’ শুরু হয়েছে। অনেকেই বলছেন ২৫ বছরের কম খুঁজতে গিয়ে ২০ বছরেরও নিচে নেমেছেন ডিক্যাপ্রিও।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ