Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারেগামাপা’র বিচারকদের সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন অ্যালবার্ট কাবো

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

জি বাংলা সারেগামাপা-র মঞ্চে রানার্স আপের ট্রফি নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে অ্যালবার্ট কাবোকে। সোশ্যাল মিডিয়ার দাবি, ‘নোংরা রাজনীতির শিকার কাবো’, তবে গায়ক বললেন, ‘বিচারকদের সিদ্ধান্ত একদম সঠিক।’ সদ্যই শেষ হয়েছে জি বাংলা সারেগামাপা-র ২০২২-২৩ সিজন। এই গানের রিয়ালিটি শো নিয়ে গত আট মাস ধরে উন্মাদনার পারদ ছিল তুঙ্গে। রবিবার সন্ধ্যায়, যৌথভাবে বিজয়ীর মুকুট উঠেছে পদ্ম পলাশ হালদার ও অস্মিতা করের মাথায়। সেই নিয়ে বিতর্কের শেষ নেই সোশ্যাল মিডিয়ায়। অনেকের কাছেই সারেগামাপা’র যোগ্য বিজয়ী অ্যালবার্ট কাবো লেপচা। দর্শকদের বিচারে অবশ্য তিনিই সেরা হয়েছেন। সারেগামাপা’র সফর নিয়ে সাক্ষাৎকারে দিলেন অ্যালবার্ট কাবো। কেমন ছিল জি বাংলা সারেগামাপা’র আট মাসের সফর? অ্যালবার্ট কাবো: আমি দর্শকদের ভালোবাসায় আপ্লুত। আমি যখন শিলিগুড়িতে প্রথম অডিশন দিয়েছিলাম, সেদিন থেকে গ্র্যান্ড ফিনালের সফর আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। এত মানুষের ভালোবাসা, এত আশীর্বাদ, পাশাপাশি ফেসবুক ভিউয়ার্স চয়েসে সেরার পুরস্কার- আমার কাছে বড় প্রাপ্তি। সকলকে ধন্যবাদ জানাতে চাই, আমি কৃতজ্ঞ। একটুর জন্য হাতছাড়া বিজয়ীর ট্রফি, সারেগামাপা’তে দ্বিতীয় স্থান পাওয়ার আফসোস রয়েছে? অ্যালবার্ট কাবো: আরে একদম নয়! আমার মধ্যে কোনোরকম আফসোস নেই। জি বাংলা আমাকে যে প্ল্যাটফর্ম দিয়েছে তাই আমার কাছে যথেষ্ট। আগে কেউ চিনতো না অ্যালবার্ট কাবোকে। এখন আমাকে সবাই চিনছে, জানছে- সবটাই জি বাংলা সারেগামাপা’র দৌলতে। আমি সন্তুষ্ট। রানার্স আপ হওয়াটাও বড় ব্যাপার আমার কাছে। আমার কাছে বিচারকদের সিদ্ধান্ত শিরোধার্য। ওখানে যাঁরা বিচারক ছিলেন সকলেই লেজেন্ড, গুণী মানুষ, আমি ওঁনাদের সিদ্ধান্তের সঙ্গে সহমত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ