Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মানব পাচারকারী চক্রের মূল হোতা গ্রেফতার

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

প্রথমে ভাল বেতন ও থাকা খাওয়ার প্রলোভন দেখিয়ে লিবিয়ায় প্রেরণ। তারপর জিম্মি করে শারিরীক নির্যাতনের ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়া হয়। এমন চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে টাঙ্গাইল র‌্যাব। গতকাল মঙ্গলবার গভীর রাতে ঢাকার নয়াপল্টন এলাকা থেকে হাফিজুর রহমান নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে বেশ কিছু পাসপোটর্, ডেবিট কার্ড, বিভিন্ন ব্যাংকের চেক বই ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
টাঙ্গাইলে র‌্যাব-১৪ এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, গত ৩ জানুয়ারি মানব পাচারকারী চক্রের মুল হোতা টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পোড়াবাড়ি গ্রামের আ: ছাত্তারের ছেলে গ্রেফতারকৃত হাফিজুর রহমান (৪৫) তার নিজ গ্রামের লিটন নামের এক ব্যক্তিকে ভাল বেতন ও থাকা খাওয়ার প্রলোভন দেখিয়ে লিবিয়া পাঠায়। সেখানে হাফিজুরের সহযোগীরা লিটনকে আটকে রেখে মারধর করে তার বাবাকে ফোন করে তিন লাখ ২৫ হাজার টাকা দিতে বলে। তাদের কথামত দাবিকৃত টাকা পরিশোধ করা হয়। এরপর গত ৯ ফেব্রæয়ারি লিটনকে বেধরক মারপিটের ভিডিও পাঠিয়ে আরো ১৩ লাখ টাকা দাবি করে। এ ঘটনায় লিটনের বাবা বাদি হয়ে ঘাটাইল থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করেন। এ অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব হাফিজুর রহমানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হাফিজুর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, এ চক্রের সাথে আরো অনেকেই জড়িত রয়েছে। র‌্যাব অধিনায়ক আরো জানান, এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ