রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শরীয়তপুরের নড়িয়া উপজেলার কেদারপুরে মাদকসহ দুই আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে গ্রামবাসী।
গত সোমবার সন্ধ্যায় কেদারপুর ইউনিয়নের চন্ডিপুর হাই স্কুলের ভেতর এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।
নড়িয়া থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার সন্ধ্যায় নড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবালের নেতৃত্বে চার সদস্যর একটি দল কেদারপুর ইউনিয়নের চন্ডিপুর হাই স্কুলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুই আসামিকে মাদকসহ হাতেনাতে আটক করা হয়।
এ খবর গ্রামে ছড়িয়ে পড়লে ৪০-৫০ জন গ্রামবাসী পুলিশের ওপর হামলা করে দুই আসামিকে ছিনিয়ে নেন।
নড়িয়া থানার ওসি হাফিজুর রহমান বলেন, গ্রামবাসীর হামলায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফরহাদ গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ওই দুই আসামির নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।
এ ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এছাড়া অভিযুক্তদের গ্রেফতারের জন্য অভিযান অব্যহত আছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।