Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, হেল্পার আহত

বগুড়া অফিস | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৬, ১১:০২ এএম

বগুড়া অফিস : বগুড়ার শেরপুর উপজেলায় দুটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দেলোয়ার হোসেন (৪০) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় একজন হেল্পারও আহত হন। তবে আহত হেল্পারের নাম-পরিচয় জানা যায়নি।

নিহত দেলোয়ার হোসেন শাজাহানপুর উপজেলার সাজাপুর গ্রামের ইয়াসিন আলীর ছেলে।

বুধবার (২৮ ডিসেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগাব্রিজ এলাকা এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সোহেল রানা এ খবর নিশ্চিত করেন। তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী পাইপ বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৫-০১৪৫) ঘটনাস্থলে পৌঁছালে বিপরীতমুখী সিমেন্টের খুঁটি বোঝাই (বগুড়া-ড-১১-১৩৭৮) অপর একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই সিমেন্টের খুঁটি বোঝাই ট্রাকের চালক দেলোয়ার হোসেন নিহত হন।

এ ঘটনায় আহত হেল্পারকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়েছে বলেও জানান স্টেশন অফিসার মো. সোহেল রানা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ