Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

গাজীপুরের শ্রীপুর বরমী বাজারে বিএনপি নেতাদের অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও মারধর করেছে আওয়ামী লীগ সমর্থকরা। গত সোমবার সন্ধ্যায় বরমী বাজারে স্থানীয় আওয়ামী লীগ সমর্থকরা দলবদ্ধ হয়ে উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকিরের অফিস, বড় বাজারের কাঠ ব্যবসায়ী বাহাদুরের অফিস, বিএনপির সমর্থক ফল ব্যবসায়ী খাইরুলের দোকান এবং কাঠ মহলের বিএনপি অপর এক সমর্থকের চায়ের দোকান ভাঙচুর করে। এ সময় আওয়ামী লীগ সমর্থকদের হামলায় ফল ব্যবসায়ী খাইরুল গুরুতর আহত হলে তাকে স্থানীয় হাসপাতালে নেয়ার পর মাথায় কয়েকটি সেলাই দিতে হয়েছে বলে জানান উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির। তিনি জানান, হামলাকারীদের এলোপাতাড়ি মারধরে বিএনপির ৫-৬ জন সমর্থক আহত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ