বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : হজযাত্রীদের বিমানের টিকিট কোনো সিন্ডিকেটের মাধ্যমে নয় সরাসরি এজেন্সিগুলোতে সরবরাহ করতে হবে। সকল এয়ারলাইন্সে ফ্লাইটে হজযাত্রীদের যাতায়াতের সুযোগ দিতে হবে। হজযাত্রীদের ট্রলি ব্যাগ হাবের মাধ্যমে নয় স্ব স্ব হজ এজেন্সির মাধ্যমে ক্রয়ের উদ্যোগ নিতে হবে। সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে সরকারের নীতিমালা অনুযায়ী হজযাত্রীদের সেবা নিশ্চিত করতে হবে। হজযাত্রীর সর্বনি¤œ কোটা ১শ’ এবং সর্বোচ্চ কোটা দেড়শ’ নির্ধারণ করতে হবে। গতকাল মঙ্গলবার রাতে পুরানা পল্টনস্থ জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ার (৭ম তলা) “পুষ্পধাম রেস্টুরেন্টে” ২০১৭ সালে সুষ্ঠুভাবে হজ ব্যবস্থাপনা ও বাস্তবায়ন উপলক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় নেতৃবৃন্দ একথা বলেন।
হাসান ট্রাভেলস এন্ড ট্যুরস্ (হজ্জ লাইসেন্স নং ৮১৪) এর স্বত্বাধিকারী ও কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ আবদুস ছোবহান ভুঁইয়া (হাসান) এর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখবেন বায়রা-এর সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্জ মোঃ শফিকুল আলম ফিরোজ, সাবেক এম.পি. আব্দুল গফুর ভুঁইয়া, হাব-এর সাবেক সভাপতি আলহাজ্জ মোঃ আব্দুশ শাকুর, হাব-এর সাবেক সভাপতি আলহাজ্জ জামাল উদ্দিন আহমদ, হাব-এর প্রতিষ্ঠাতা সহ-সভাপতি সৈয়দ গোলাম সারোয়ার, আওয়ামী যুবলীগ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন তসলিম, বাংলাদেশ হজযাত্রী ও হাজী কল্যাণ পরিষদের সভাপতি এডভোকেট আলহাজ আব্দুল্লাহ আল নাসের, হাব নির্বাচন বোর্ডের সাবেক চেয়ারম্যান আলহাজ গোলাম মোস্তফা, হাব এর সাবেক সহ-সভাপতি খাদেমুল হুজ্জাজ মোঃ তাজুল ইসলাম (দারোগা), হাব এর প্রতিষ্ঠাতা মহাসচিব ও সাবেক মহাসচিব মাওলানা ইয়াকুব শরাফতী, হাব-এর সাবেক ইসি সদস্য আলহাজ্জ মোঃ রুহুল আমীন মিন্টু সহ অন্য নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, গত বছরের প্রাক-নিবন্ধিত প্রায় ৪০ হাজার হজযাত্রীকে অগ্রাধিকার দিতে হবে। হজযাত্রীদের সুবিধার্থে হজযাত্রী পরিবহনে থার্ড ক্যারিয়ার চালু করতে হবে। নেতৃবৃন্দ আসন্ন হাবের দ্বি-বার্ষিক নির্বাচনে হজযাত্রীদের কল্যাণমুখী প্যানেলকে বিজয় করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।