Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাসূল (সা.) এর আদর্শ থেকে দূরে থাকায় বিশ্বব্যাপী আজ এ বিপর্যয়-অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ

| প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : দাওয়াতুন্নবী (সা.) উপলক্ষে ২দিনব্যাপী জাতীয় তাফসিরুল কুরআন মাহফিলের প্রথম দিন গতকাল বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ এর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথির বয়ান পেশ করেন পীরে কামেল অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।
প্রধান অতিথি তাঁর বয়ানে বলেন- আল্লাহ তা’য়ালা গোটা মানব জাতিকে লক্ষ্য করে বলেছেন, আল্লাহর রাসূল (সা.) এর মাঝে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। অথচ অত্যন্ত দুঃখের বিষয় আমরা আজ আল্লাহর এ বাণী ভুলে গিয়ে রাসূলের আদর্শকে ছেড়ে বিজাতীয় আদর্শ রীতি-নীতি গ্রহণ করেছি এবং রাসূলের আদর্শকে পূর্ণমাত্রায় পরিত্যাগ করে আমাদের ইচ্ছে মত জীবন পরিচালনা করছি। যার ফলে গোটা বিশ্বব্যাপী আমরা বিপর্যয়, সংকট ও দুঃখ-দুর্দশায় নিপতিত। মুক্তির পরিবর্তে দিন দিন সংকট আরো ঘণীভূত হচ্ছে। মুসলমান জাতি সারা বিশ্বে নির্যাতিত-নিপীড়িত। এ পরিস্থিতি থেকে মুক্তির একমাত্র রাস্তা আল্লাহর রাসূলের আদর্শের অনুসরণ। অন্য কোনো পথ ও পন্থায় মুক্তি ও কল্যাণ আদৌ সম্ভব না।
মাহফিলে বিশেষ অতিথির বয়ান পেশ করেন মুফতি সৈয়দ ইসহাক মুহাম্মদ আবুর খায়ের (সাহেবজাদা, পীর সাহেব চরমোনাই রহ.), শায়েখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ।
বিশেষ অতিথির বয়ানে মুফতি মিজানুর রহমান সাঈদ বলেন, সারা বিশ্বে আজ মুসলমানদের চরম দুর্দিন বিরাজ করছে। এর থেকে পরিত্রাণের একটাই রাস্তা, তা হলো- কুরআন ও সুন্নাহকে আমাদের শক্তভাবে আঁকড়ে ধরতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ