বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের বিরুদ্ধে সাংবাদিকদের প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতি সংক্রান্ত মামলার কার্যক্রম তিন মাস স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার অবকাশকালীন চেম্বার বিচারপতি মো. নিজামুল হকের আদালত আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে আগামী ৮ জানুয়ারি শুনানির দিন ধার্য করে দিয়েছেন।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন খুরশীদ আলম খান। মির্জা আব্বাসের পক্ষে ছিলেন জয়নুল আবেদীন। পরে খুরশীদ আলম খান বলেন, গত ১৪ ডিসেম্বর মামলাটির কার্যক্রমের ওপর তিন মাসের স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। এ আদেশ স্থগিত চেয়ে দুদকের পক্ষে আপিল বিভাগে আবেদন করা হয়। আবেদনটি ৮ জানুয়ারি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানোর আদেশ দিয়েছেন চেম্বার আদালত। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী থাকা অবস্থায় সাংবাদিকদের প্লট বরাদ্দে ১৫ কোটি ৫২ লাখ ৫০ হাজার ৯০০ টাকা আত্মসাতের অভিযোগ এনে ২০১৪ সালে শাহবাগ থানায় মামলাটি করে দুদক। গত ২০ অক্টোবর মির্জা আব্বাসের বিরুদ্ধে মামলার অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ আদালত-৪। এ অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন মির্জা আব্বাস। পরে ১৪ ডিসেম্বর মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন হাইকোর্ট। পাশাপাশি রুলও জারি করেন। রুলে বিচারিক আদালতে এ মামলার অভিযোগ গঠন কেন বাতিল করা হবে না- তা জানতে চাওয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।