বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তি পরীক্ষায় অংশ নিতে অনলাইনে আবেদন শুরু হয়েছে। গতকাল সোমবার থেকে আবেদন শুরু হয়। আবেদন করা যাবে ২৪ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত। এ দিকে গতকাল থেকে মেডিক্যালে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হলেও এতে টেকনিক্যাল সমস্যার মধ্যে পড়ছেন মাদসারা বোর্ডের শিক্ষার্থীরা। তারা চাহিদামতো সব তথ্য পূরণ করে সাবমিট দেয়ার পরও তা সঠিকভাবে সাবমিট হচ্ছে না। ভুল তথ্য বা আবেদন অযোগ্য বলে অনলাইনেই রিপ্লাই আসছে।
২০২২-২৩ সেশনের সরকারি ও বেসরকারি মেডিক্যালের ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন করার পর ফি জমা দেয়া যাবে ২৪ ফেব্রুয়ারি রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত। আর প্রবেশপত্র বিতরণ শুরু হবে ৬ মার্চ। চলবে ৭ মার্চ পর্যন্ত।
গতকাল দুপুর ১২টা থেকে ভর্তি আবেদন শুরু হয়। আবেদন শুরুর পর থেকেই মাদরাসা শিক্ষার্থীরা আবেদন না করতে পারার অভিযোগ করছেন। মাদরাসা শিক্ষার্থীদের অভিযোগ- সব প্রক্রিয়া সম্পন্ন করে যখন আবেদন সাবমিট করছেন তখন ‘ইউ আর নট এলিজেবল’ লেখা আসছে। তবে আবেদনের সব শর্ত পূরণ করেই তারা আবেদন করছেন।
মাদরাসার এক শিক্ষার্থী জানান, আমি গত বছর এইচএসসি পাস করেছি। মেডিক্যালে ভর্তির আবেদনের সব যোগ্যতা আমার রয়েছে। তবে আমি আবেদন করতে পারছি না। ২০২১-২২ শিক্ষাবর্ষেও শুরুতে এমন সমস্যা হয়েছিল। বারবার মাদরাসা শিক্ষার্থীদের সাথেই কেন এমন হয় বুঝতে পারি না। অপর এক শিক্ষার্থী জানান, আমি চলতি বছর মাদরাসা বোর্ড থেকে এইচএসসি পাস করেছি। অনলাইনে আবেদন সাবমিট করার সময় আমি আবেদনের যোগ্য না লেখা আসছে। আমার বন্ধু যারা সাধারণ কিংবা কারিগরি শিক্ষা বোর্ড থেকে এইচএসসি পাস করেছে; তারা ঠিকই আবেদন করতে পারছে। এটি মাদরাসা শিক্ষার্থীদের সাথে প্রহসন।
মাদরাসা শিক্ষার্থীদের এসব অভিযোগের বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের ভারপ্রাপ্ত পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা: মুজতাহিদ মুহাম্মদ হোসেন সাংবাদিকদের বলেন, আমরা এমন অভিযোগ পেয়েছি। বিষয়টি টেলিটককে জানানো হয়েছে। আশা করছি শিগগিরই মাদরাসা বোর্ড থেকে পাসকৃত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
মেডিক্যালে ভর্তি পরীক্ষার বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা: মুজতাহিদ মুহাম্মদ হোসেন আরো জানান, আগামী ১০ মার্চ সকাল ১০টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শেষ হবে বেলা ১১টায়। আর ভর্তি পরীক্ষার আবেদন চলবে ১৩ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
এর আগে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেডিক্যালে ভর্তির জন্য বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত নীতিমালা-২০২৩ অনুযায়ী অনলাইনে নির্ধারিত সময়ে আবেদন করা যাবে। আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। ২০২২-২৩ সেশনের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীকে ২০২২ খ্রিষ্টাব্দে এইচএসসি ও ২০২০ খ্রিষ্টাব্দে এসএসসি অথবা ২০২১ খ্রিষ্টাব্দে এইচএসসি ও ২০১৯ খ্রিষ্টাব্দে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এইচএসসি পরীক্ষায় পাসের পূর্ববর্তী দুই বছরের মধ্যে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ এবং এইচএসসি পরীক্ষায় জীববিজ্ঞান, পদার্থ বিজ্ঞান ও রসায়নসহ উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের যোগ্য হবেন। দু’টি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৯.০০ হতে হবে। উপজাতি ও পার্বত্য জেলার অ-উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে দু’টি পরীক্ষায় মোট জিপিএ ৮.০০ হলেই হবে। তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.৫০ এর কম হলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সবার জন্য এইচএসসি পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম গ্রেড পয়েন্ট ৪.০ না থাকলে আবেদন বাতিল বলে গণ্য হবে। লিখিত ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের যোগফলের ভিত্তিতে মেধা তালিকা প্রণয়ন করা হবে। এমবিবিএস ভর্তির জন্য অনলাইন ফরম পূরণের নিয়মাবলি ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইট www.mefwd.gov.bd, www.dgme.gov.bd, www.dghs.gov.bd I http://dgme.teletalk.com.bd থেকে জানা যাবে।’
1 Attached Images
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।