Inqilab Logo

বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪, ১৩ আষাঢ় ১৪৩১, ২০ যিলহজ ১৪৪৫ হিজরী

চলতি মাসেই বাংলাদেশে আসছে ‘পাঠান’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:২৬ এএম

নানা জল্পনা-কল্পনা শেষে বাংলাদেশে আসছে বলিউড বাদশা শাহরুখের আলোচিত সিনেমা ‘পাঠান’। সম্প্রতি বিএফডিসিতে দীর্ঘ আলোচনার মাধ্যমে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯টি সংগঠন ঐক্যমত্যে এসেছেন। এই সংক্রান্ত একটি চিঠি তথ্য মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। এর ফলে বাংলাদেশের সিনেমা হলশাহরুখ খানের আলোচিত ‘পাঠান’ মুক্তির সম্ভাবনা জোরদার হয়েছে।

বাংলাদেশের ‘পাঠান’ সিনেমা আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের দাবি করছে, চলচ্চিত্র সংগঠনগুলোর ঐক্যমত্যের ফলে ‘পাঠান’ বাংলাদেশে মুক্তিতে আর তেমন কোন বাধা থাকছে না। সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ ফেব্রুয়ারি মুক্তির সম্ভাবনা দেখছে প্রতিষ্ঠানটি। তবে এই প্রসঙ্গে এখনই আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি নয় অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।

চলতি বছরের ২৫ জানুয়ারি ভারতে মুক্তি পেয়েছে 'পাঠান'। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি দিয়ে ৪ বছর পর বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান। এ সিনেমায় আরও অভিনয় করেছেন- দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম। ক্যামিও হিসেবে আছেন সালমান খান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ