Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

ঈশ্বরগঞ্জে মানববন্ধন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হাসান খাঁন সেলিমের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও বিভিন্ন অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। গত রোববার বিকেলে উচাখিলা ইউনিয়নবাসীর আয়োজনে ইউনিয়ন পরিষদের সামনে প্রায় দুই ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। জানা যায়, উপজেলার উচাখিলা ইউনিয়ন পরিষদের মেম্বার আবুল বাশারকে গত ৮ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার বিকেলে উচাখিলা স্কুল এন্ড কলেজের সামনে পিটিয়ে আহত করে একদল দুর্বৃত্ব। এ ঘটনায় ১১ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে চেয়ারম্যানসহ আটজনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় মামলা করেন মেম্বার আবুল বাশার। এছাড়াও গত ২ ফেব্রুয়ারি ওই ইউপি’র নারী সদস্য রোকসানা লাঞ্ছিত ও মারধরের শিকার হন। পরে বিষয়টি নিয়ে ওই নারী সদস্য বাদী হয়ে চেয়ারম্যানকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় মামলা করেন। সেই মামলায় বর্তমানে চেয়ারম্যান জামিনে রয়েছেন। এদিকে ইউপি মেম্বার আবুল বাশার ও নারী সদস্য রোকসানাকে মারধরের ঘটনার মামলায় চেয়ারম্যানকে আসামি করা হয়। সেই মামলা থেকে চেয়ারম্যানের নাম বাদ দিতে এবং বিভিন্ন অপপ্রচার বন্ধের দাবিতে রোববার বিকেলে প্রায় দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। মানববন্ধনে পরিষদের সদস্য আশরাফুল আলম বলেন, কোন অদৃশ্য শক্তির মাধ্যমে চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। কোন রাজনৈতিক দলের উদ্দেশ্য হাসিল না করে চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে ঘটনার সঠিক তদন্ত করে বিচারের দাবি জানান তিনি। ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হাসান খাঁন সেলিম বলেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য একটি মহল মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে মামলা দিয়েছে। আমাকে রাজনৈতিক ও সামাজিক ভাবে হয়রানি করার জন্য এগুলো করা হচ্ছে। সঠিক তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক।
ঈশ্বরগঞ্জ থানার ওসি পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান বলেন, পরপর দুটি ঘটনার পর এবিষয়ে মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ