Inqilab Logo

সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বরগুনায় ধর্ষণের দায়ে কিশোরের ১০ বছর দ-

বরগুনা জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

বরগুনায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় এক অভিযুক্ত কিশোরকে ১০ বছর কারাদন্ড দিয়েছেন আদালত। গত রোববার বরগুনার শিশু আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মো. মশিউর রহমান খান এ রায় ঘোষণা করেন। আটকাদেশপ্রাপ্ত ওই কিশোরের (১৬) বাড়ি বরগুনা জেলার আমতলী উপজেলায়। রায় ঘোষণার সময় অভিযুক্ত ব্যক্তি আদালতে উপস্থিত ছিল। জানা যায়, ধর্ষণের শিকার কিশোরীর বাবা আমতলী থানায় ২০২১ সালের ৭ জুলাই অভিযোগ করেন, তার কন্যা ওই বছরের ৫ জুলাই রাত সাড়ে ৮টায় এশা নামাজ পড়ার জন্য বাসার পাশে গভীর নলকূপে অজু করতে যায়। প্রতিবেশী ওই কিশোর তার দু’জন সঙ্গী নিয়ে তাকে অপহরণ করে নিয়ে যায়। বাদীর কন্যা গত বছর ২১ ফেব্রুয়ারি আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দিয়ে বলেন, অভিযুক্ত ব্যক্তি তাকে চাকু ধরে খুনের ভয় দেখিয়ে অপহরণ করে অপরিচিত একটি বাড়িতে ৩ দিন আটক রেখে ধর্ষণ করে। ওই বাড়ি থেকে তাকে অন্যত্র নিয়ে যাওয়ার সময় পুলিশ দেখে তাকে রেখে পালিয়ে যায় সে। বাদী বলেন, আমার নাবালিকা মেয়েকে জোর করে বিয়ে করতে চেয়েছে অভিযুক্ত। আমি রাজি না হওয়ায় অপহরণের পর ধর্ষণ করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবদুল বারেক মামলাটি তদন্ত শেষে ২১ ফেব্রুয়ারি আদালত চার্জশিট দাখিল করেন। আসামি আদালত প্রাঙ্গণে চিৎকার দিয়ে বলেন, আমি অপহরণ করিনি। ভিকটিম আমার সঙ্গে প্রেম করে চলে গেছে। রাষ্ট্রপক্ষের বিশেষ পিপি মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, আদালতে ৯ জন সাক্ষ্য দিয়ে মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছি। অপরাধ করলে শাস্তি পেতে হয়।
আসামিপক্ষের আইনজীবী বলেন, এ রায়ের বিরুদ্ধে আসামি পক্ষ উচ্চ আদালতে যাবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ