রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বাঁশ কাটতে বাঁশঝাড় হতে পড়ে গিয়ে তৌহিদার সর্দ্দার (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে রংপুরের বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউপির উত্তর সর্দ্দারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তৌহিদার সর্দ্দার উত্তর সর্দ্দারপাড়া গ্রামের শহিদ সর্দ্দারের ছেলে। পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানা যায়, কৃষক তৌহিদার সর্দ্দার সকালে বাঁশ কাটার জন্য বাঁশঝাড়ে গিয়ে বাঁশ কাটার পর বাঁশের অতিরিক্ত কঞ্চি অপসারন করার জন্য বাঁশের মগডালে উঠে যান। অসাবধানতাবশতঃ ওপর হতে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. তানজির আহম্মেদ জানান, হাসপাতালে নিয়ে আসার পুর্বেই কৃষক তৌহিদারের মৃত্যু হয়েছে। বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বাঁশ কাটতে পড়ে গিয়ে কৃষক তৌহিদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।