Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুয়াকাটায় ঝাউগাছে যুবকের ঝুলন্ত লাশ

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

পটুয়াখালীর কুয়াকাটায় ঝাউগাছের সঙ্গে ঝুলন্ত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। গত রোববার রাত দশটার দিকে সৈকতের লেম্বুরবন এলাকায় ঝাউবন থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত যুবক বিল্লাল মিয়া মানিকগঞ্জ সদর এলাকার পান্নু মিয়ার ছেলে বলে জানা যায়।

মহিপুর থানা সূত্রে জানা যায়, সন্ধ্যায় একটা উরন্ত খবর পেয়েছি যে ঝাউবনের গহিনে এক পর্যটকের লাশ ঝুলছে। পরে আমারা বনে গিয়ে খুঁজতে শুরু করি। রাত সাড়ে নয়টার দিকে প্রচন্ড দুর্গন্ধ পেয়ে বনের গহিনে লাশ খুঁজে পাই। লাশ অনেকটা বিকৃত হয়ে গেছে। গলায় জালের রশি দিয়ে ঝাউগাছের সঙ্গে ঝোলানো ছিল। পরে লাশের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে নাম জানার পর তার স্বজনের সাথে যোগাযোগ করি। মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের জানান, বিল্লালের স্বজনরা জানিয়েছেন প্রায় তিন মাস আগে বাড়ি থেকে অভিমান করে বেড়িয়ে এসেছিলেন তিনি। কিন্তু তিনি ঘর ছেরে মোবাইল ফোন বন্ধ রেখেছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরিবারের সাথে অভিমান করে আত্মহননের ঘটনা ঘটিয়েছেন। লাশ গতকাল সোমবার সকালে পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ