প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আজ বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে এনটিভিতে রাত ৯.৩০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘তোকে পাওয়ার জন্য’। ইউসুফ আলী খোকনের রচনা ও বি ইউ শুভ’র পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপুর্ব, জাকিয়া বারী মম, সাবেরি আলম, পামির, জয়া, সাইফ প্রমূখ। এর গল্পে দেখা যাবে, ‘সায়লার নিজের বাসায় মন টেকে না। কারণে-অকারণে লাগেজ নিয়ে ফুপির বাসায় হাজির হয় এবং সবকিছু নিয়ে তার মাতামাতি। ফুপি হাসিমুখে সায়লাকে মেনে নিলেও ফুপাত ভাই রাফান তাকে একদমই সহ্য করতে পারে না। কারণ, সায়লা রাফানকে যখন তখন বিপদে ফেলে দেয়। বাসায় আসতে না আসতেই ছাদে গিয়ে রাফানের ধোয়া সাদা শার্ট ময়লা করে রেখে আসে। রাফান তার বন্ধুকে বলছিল সাদা শার্ট পরলে তাকে ইনোসেন্ট লাগে এবং এই সাদা শার্ট পরেই রেস্টুরেন্টে তার প্রেমিকার সাথে প্রথমবার দেখা করতে যাবে। একদিন রাফান জানতে পারে সায়লার কিছু একটা হয়েছে। মায়ের কাছ থেকে জানে সায়লাকে দেখতে আসবে, কিন্তু সায়লা বিয়ে করতে রাজি নয়। এবার রাফান ঘোষণা দেয় সায়লার বিয়েতে সে নাচবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।