Inqilab Logo

শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

রেখাকে নিয়ে অরুণা ইরানির অভিযোগ

| প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

অভিনেত্রী রেখা এবং অরুনা ইরানির বয়সে ফারাক থাকলেও তারা একই প্রজন্মের অভিনেত্রী। রেখা ছিলেন নায়িকা আর অরুণা চরিত্রাভিনেত্রী। অরুণা ইরানি প্রায় পাঁচদশকেরও বেশি সময় ধরে বলিউড রাজত্ব করে চলেছেন। কখনও মুখ্য ভূমিকায়, আবার কখনও পার্শ্বচরিত্রে অভিনয় করে দর্শকমহলে পরিচিতি পান। বহুমুখী প্রতিভার জন্যেও তিনি পরিচিত। এছাড়া চলচ্চিত্র থেকে নাটক পর্যন্ত বিভিন্ন ধরনের ভূমিকা পালন করেছেন তিনি। সম্প্রতি স্মিতা প্রকাশের একটি শোতে, ১৯৮১ সালের চলচ্চিত্র ‘মঙ্গলসূত্র’ থেকে তাঁর বহিষ্কৃত হওয়ার কথা স্মরণ করলেন। অরুণার কথায়, ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন রেখা। রেখা আমার খুব ভালো বন্ধু ছিল। তাঁর অভিনীত ‘মঙ্গলসূত্র’-এর চলচ্চিত্রে আমাকে প্রথম স্ত্রীর ভূমিকায় অভিনয় করতে বলা হয়েছিল। যিনি মারা যাওয়ার পরে ভূত হয়ে যাবে। রেখা ছিল অন্যটি। তাই, যখন তাঁরা আমাকে কাস্ট করেছিল, রেখা আমাকে সেই ফিল্ম থেকে সরিয়ে দিয়েছিল। আমি যখন তাদের জিজ্ঞাসা করলাম কেন তাঁরা আমাকে ছবি থেকে সরিয়ে দিতে চাইছে, কি সমস্যা ছিল? তখন ছবির নির্মাতারা জানিয়েছিলেন, ‘না, সত্যি কথা বলতে, রেখা জি চাননি, আপনি এই চরিত্রে অভিনয় করুন।’ অরুণা আরও বলেন, তিনি তখন রেখাকে এই বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন, “যখন আমি রেখার সঙ্গে শুটিং করছিলাম, তখন আমি তাঁকে বলেছিলাম যে, আপনাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করার আছে, ‘প্রযোজকরা বলছেন যে আপনি আমাকে ‘মঙ্গলসূত্র’ চলচ্চিত্র থেকে সরিয়ে দিয়েছেন’? তখন রেখা খুব সাহসীভাবে বলেছিলেন ‘হ্যাঁ’। ‘মঙ্গলসূত্র’ ১৯৮১ সালের সুপারহিট বলিউড হরর ফিল্ম ছিল। ছবিতে প্রেমা নারায়ণ, মদন পুরী এবং ওম শিবপুরীর সঙ্গে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন রেখা এবং অনন্ত নাগ। ছবিটি বিজয় পরিচালিত ১৯৭৯ সালের কন্নড় সিনেমা ‘না নিন্না বিদালারে’-এর রিমেক ছিল। অরুণা, প্রায় ৫০০ টি চলচ্চিত্রে কাজ করেছেন।তিনি অভিনয়ের জন্য বেশ কয়েকটি পুরস্কার জিতেছেন, যার মধ্যে রয়েছে দুটি ফিল্মফেয়ার পুরস্কার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ