Inqilab Logo

শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

‘রিডিক : ফিউরিয়া’তে ফিরছেন ভিন ডিজেল

| প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ফ্র্যাঞ্চাইজ ছাড়া ভিন ডিজেলকে যদি দর্শক ভক্তরা চেনে তাহলে তা হবে ‘রিডিক’ সিরিজ দিয়ে। তিনি সিরিজের চতুর্থ পর্ব ‘রিডিক : ফিউরিয়া’তে ফিরছেন। এই পর্ব পরিচালনা করবেন অন্য তিন পর্বের পরিচালক ডেভিড টুয়ি। মুক্তিপ্রাপ্ত ফিল্ম তিনটি- ২০০০ সালের ‘পিচ ব্ল্যাক’, ২০০৪-এর ‘দ্য ক্রনিকলস অফ রিডিক’ এবং ২০১৩’র রিডিক’। সায়েন্স ফিকশন অ্যাডভেঞ্চার ধারার ফিল্মটিতে ফিউরিয়া গ্রহের এক অধিবাসী রিডিকের ভূমিকায় অভিনয় করেছেন ডিজেল। নতুন ফিল্মটির কাহিনীকার টুয়ি এবং ডিজেল তার ওয়ান রেইস ফিল্মসের ব্যানারে সামান্থা ভিনসেন্টের সঙ্গে ফিল্মটি প্রযোজনা করছেন। ফিল্মটি প্রাথমিক কাহিনী সংক্ষেপ থেকে জানা গেছে দুর্ধর্ষ রিডিক এবার তার নিজের গ্রহ ফিউরিয়াতে ফিরবে। এই গ্রহের কথা তার সামান্যই মনে আছে তার ধারণা নেক্রোমঙ্গাররা গ্রহটিকে ধ্বংস করে দিয়েছে। গ্রহে ফিরে রিডিক আবিষ্কার করবে ফিউরিয়ানরা নতুন এক শত্রুর সঙ্গে যুদ্ধ করছে। টুয়ি এক ভাষ্যে বলেন, আমাদের ভক্তের বাহিনী অনেক দিন ধরেই নতুন আরেকটি পর্বের দাবি করে আসছিল। অবশেষে আমরা তাদের দাবি পূরণ করছি ‘রিডিক : ফিউরিয়া’ দিয়ে। ভিন আর তার ওয়ান রেইসের সঙ্গে আমার ২০ বছরের সম্পর্ক খুব ফলদায়ক হয়েছে। এক সঙ্গে আমরা তিনটি ফিল্ম, দুটি ভিডিও গেম, একটি এনিমে এবং ইন্টারনেটের জন্য মোশন কমিক্স তৈরি করেছি। এই বিশেষ ফিল্মে রিডিক তার নিজের গ্রহে ফিরবে, এখানে সে নিজের বেড়ে ওঠা এবং রিডিকে পরিণত হওয়াকে আবিষ্কার করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ