Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া-খুলনা মহাসড়কে তীব্র যানজট

প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

মুন্সীগঞ্জ জেলা সংবাদদাতা : মুন্সীগঞ্জের দুই মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া-খুলনা মহাসড়কে আজ শুক্রবার ভোর ৫টা থেকে এ যানজটের সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এটিএসআই ওহিজুজ্জামান জানান, তিন দিন ছুটি হওয়ায় ঢাকা থেকে ঘরমুখো মানুষের চাপ একটু বেশি। এ কারণে যানবাহনের চাপও বেশি। এতে যানজটের সৃষ্টি হয়েছে। তবে যানজট নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার (বিআইডাব্লিউটিসি) ব্যবস্থাপক (বাণিজ্য) আবদুল আলিম জানান, ভোর থেকে গাড়ির চাপ বাড়তে থাকে। এ কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতু থেকে ভাটেরচর পর্যন্ত ৮ কিলোমিটার ও ঢাকা-মাওয়া-খুলনা মহাসড়কের শিমুলিয়া ঘাট থেকে মাওয়া পর্যন্ত দীর্ঘ যানজট দেখা দিয়েছে। এখন পর্যন্ত আট শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ