বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য ও ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রেজা আলী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (১৩ ফেব্রুযারি) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
অ্যাডভোকেট রেজা আলীর ছেলে মিরান আলী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ঢাকায় আনার পর বুধবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। একই দিনে বাদ আছর দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হবে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায়। এছাড়াও বৃহস্পতিবার ত্রিশাল সরকারি নজরুল একাডেমি মাঠে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। একই দিন বাদ আসর ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নে চতুর্থ জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।
প্রসঙ্গত, ২০০৮ সালের নির্বাচনে ময়মনসিংহ-৭ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হন রেজা আলী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।