Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

দেশে হিন্দি সিনেমা আমদানি: চলচ্চিত্র সংগঠনগুলো একমত

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৪৯ এএম

দেশে হিন্দি সিনেমা আমদানি নিয়ে বিতর্ক আছে বহু বছর ধরেই। সম্প্রতি শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমাটি দেশের হলগুলোতে চালানোর উদ্যোগ নেওয়া হলে দীর্ঘদিনের পুরোনো সেই বিতর্ক আবারও জেগে ওঠে। হিন্দি সিনেমা আমদানিতে পরিচালক সমিতি ও শিল্পী সমিতির ‘শর্ত’ জুড়ে দেওয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে চলছিল আলোচনা। তবে শেষ পর্যন্ত দেশে হিন্দি সিনেমা চালানোর ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছে চলচ্চিত্র সংগঠনগুলো।

হিন্দি সিনেমা আমদানির প্রসঙ্গ নিয়ে রবিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯ সংগঠনের নেতারা পরিচালক সমিতিতে বৈঠক করেন। এতে উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াত, চিত্রনায়ক আলমগীর, শিল্পী সমিতির সভাপতি নায়ক ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক নিপুণ আক্তার, প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু, পরিচালক শাহ আলম কিরণসহ আরও অনেকে।

বৈঠক শেষে প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু বলেন, ‘আমাদের নেতারা হিন্দি সিনেমা আমদানির ব্যাপারে মোটামুটি একমত হয়েছেন। আমরা দুই বছরের জন্য পরীক্ষামূলকভাবে সাফটা চুক্তির মাধ্যমে হিন্দি সিনেমা বা বিদেশি সিনেমা আমদানি করে চালানোর পক্ষে একমত হয়েছি। এটার ফল দেখে পরবর্তীতে নতুন সিদ্ধান্ত নেব।’

তিনি আরও বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিলেই হবে না। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতির ব্যাপার আছে। এরপর আমদানি হবে। সব মিলিয়ে বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে।’

শাহ আলম কিরণ বলেন, ‘আমরা বৈঠকে হিন্দি সিনেমা আমদানির ব্যাপারে প্রাথমিকভাবে একমত হয়েছি। এখনো অনেকের স্বাক্ষর বাকি আছে। সেগুলো হয়ে গেলেই আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেব। আশা করছি, আগামীকাল বিকেলে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারব।’

প্রসঙ্গত, অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট নামে একটি প্রতিষ্ঠানের ব্যানারে ‘পাঠান’ সিনেমা আমদানির অনুমতি চাওয়া হয়েছিল। তবে নীতিমালায় কিছু জটিলতা থাকার পাশাপাশি চলচ্চিত্র সংশ্লিষ্ট বেশ কিছু সংগঠন, নির্মাতা, পরিচালক-প্রযোজক দেশে হিন্দি সিনেমা আমদানির বিরোধিতা করেন। বিষয়টি নিয়ে পক্ষে-বিপক্ষে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। সমস্যা সমাধানে বৈঠকেও বসে মন্ত্রণালয়।

‘পাঠান’ সিনেমায় শাহরুখের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ