Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাজার কোটি আয়ের দোড়গোড়ায় ‘পাঠান’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৪৫ এএম

বলিউড বাদশা শাহরুখ খানের ‘পাঠান’ ঝড় যেন থামতেই চাইছে না। মুক্তির ৩ সপ্তাহ পরেও বক্স অফিস কাঁপাচ্ছে শাহরুখের সিনেমাটি। অতীতের সব নজির ভেঙে নতুন রেকর্ড গড়ছে এই সিনেমা। হাজার কোটি আয়ের দোড়গোড়ায় দাঁড়িয়ে ‘পাঠান’। মুক্তির ১৮তম দিন শেষে বিশ্বব্যাপী এই সিনেমার আয় ছাড়িয়েছে ৯০০ কোটি। তবে ‘বাহুবলী’কে ছুঁতে এখনও ১০০ কোটির অঙ্ক পার করতে হবে ‘পাঠান’কে।

যশ রাজ ফিল্মস সম্প্রতি ‘পাঠান’র ১৮তম দিনের বক্স অফিস কালেকশনের রিপোর্ট শেয়ার করেছে । শাহরুখ খান অভিনীত সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিসে ৯২৪ কোটি টাকা আয় করেছে। সর্বশেষ বক্স অফিস রিপোর্ট বলছে শাহরুখ, দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম অভিনীত চলচ্চিত্রটি দ্রুত ১০০০ কোটি টাকা আয়ের কাছাকাছি পৌঁছে যাচ্ছে ৷ এখনও পর্যন্ত ‘পাঠান’ ভারতের বাহিরেই থেকেই ৩৫২ কোটি রুপি আয় করেছে ৷ আর ভারতে সিনেমাটির সংগ্রহ ৪৭৬.০৫ কোটি রুপী ।

হিন্দি চলচ্চিত্র দুনিয়ায় এই মুহূর্তে দ্বিতীয় ব্যবসায়িকভাবে সফল সিনেমা হিসাবে জায়গা করেছে ‘পাঠান’। প্রথম স্থানে রয়েছে এসএস রাজামৌলির ‘বাহুবলী ২’। দেশে এই সিনেমার হিন্দি ভার্সন ব্যবসা করেছিল ৫১০.৯৯ কোটি টাকার। যদিও সামগ্রিক ভাবে এই সিনেমা আয় করেছে হাজার কোটিরও বেশি টাকা। আগামী কয়েক দিনেই ‘বাহুবলী ২’ সিনেমার এই নজির টপকে যেতে পারে ‘পাঠান’।

যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের চার নম্বর সিনেমা ‘পাঠান’। এর আগে প্রযোজনা সংস্থা ‘এক থা টাইগার’, ‘ওয়ার’-এর মতো স্পাই সিনেমা নির্মাণ করেছেন। সেই তালিকায় নতুন সংযোজন ‘পাঠান’। মুক্তির ৩ সপ্তাহ পরও প্রেক্ষাগৃহ কাঁপাচ্ছে শাহরুখের ক্যামব্যাক সিনেমাটি। সিনেমাটিতে শাহরুখ খানের বিপরীতে জুটি বেঁধে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। আরও আছেন জন আব্রাহম, সালমান খানসহ আরো অনেকে।

সামনেই ভালোবাসা দিবস। ভালোবাসা দিবসের সময় প্রেক্ষাগৃহে বাড়তি ভিড়ের ছবি চোখে পড়ে। এবার প্রেম দিবসে শাহরুখের সিনেমার আয় বাড়বে বলেই ধারণা সিনেমার বিশেষজ্ঞদের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ