বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহে জমিয়াতুল মোদারেছীন নান্দাইল উপজেলা শাখার উদ্যোগে আচারগাঁও ফাযিল মাদ্রাসার একাডেমি ভবনের নিচতলায় সংগঠনের আহ্বায়ক মাওঃ আব্দুল হাই এর সভাপতিত্বে মাওঃ আবুল হাসান মোঃ এনামুল হকের সঞ্চালনায় প্রথম অধিবেশনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। জমিয়াতুল মোদারেছীন নান্দাইল উপজেলা শাখার সাবেক সভাপতি বাকচান্দা ফাযিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবুল মুনসুর । বক্তব্যের প্রারম্ভে জমিয়াতুল মোদারেছীন ও দৈনিক ইনকিলাবের প্রতিষ্ঠা সাবেক মন্ত্রী মাওলানা আব্দুল মান্নান ( রহঃ) এর সৃতিচারন ও তার আত্মার মাগফিরাত
কামনা করে তিনি বলেন জমিয়াতুল মোদারেছীন দেশের দূর-দিনে সোচ্চার ভূমিকা পালন করে আসছে। আলিয়া মাদ্রাসা শিক্ষা প্রসারে জমিয়াতুল মোদারেছীনের ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে। আগামী দিনে ঐক্যবদ্ধ থেকে জমিয়াতুল মোদারেছীন কে আরো শক্তিশালী করতে হবে। আরও বক্তব্য রাখেন রসুলপুর আলিম মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, শেরপুর ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ
মাওঃ শামছুল হক ফকির, কাদিরাবাদ আলিম মাদরাসার অধ্যক্ষ মাওঃ আব্দুল আজিজ, রসুলপুর আলিম মাদরাসার অধ্যক্ষ মাওঃ আব্দুস সালাম, কালীগঞ্জ দাখিল মাদ্রাসার সুপার মাওঃ আব্দুস সালাম,চকমতি ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আজিজুল ইসলাম,ধুরুয়া দাখিল মাদ্রাসার সুপার মাওঃ তাজুল ইসলাম,তারঘাট আনছারীয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওঃ আব্দুর রহিম, রাজাপুর বালিকা মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোঃ মিনহাজ উদ্দিন, মিশ্রিপুর দাখিল মাদ্রাসার সহকারী আরবি শিক্ষক
মাওঃ ফজলুল করিম, এছাড়া উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলার বিভিন্ন আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ, সুপার ও সহকারী শিক্ষক বৃন্দ । দ্বিতীয় অধিবেশনের শুরুতেই আচারগাঁও ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই কে সভাপতি,ঘোষপালা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল হাসান মোঃ এনামুল হক কে সাধারণ সম্পাদক পদে সকল কাউন্সিলরদের কণ্ঠ ভোটে নির্বাচিত করা হয়।কর্যনিবাহী কমিটির বাকি ৩৪ টি পদ পড়ে ঘোষণা করা হবে বলে জানান নব নির্বাচিত সাধারণ সম্পাদক। পরিশেষে মোনাজাতের মাধ্যমে দ্বিতীয় অধিবেশন সমাপ্ত করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।