Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাধা-বিপত্তি যতই আসুক, দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে আছি

লক্ষ্মীপুরে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর থেকে : | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বাধা-বিপত্তি যতই আসুক, ১০ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে আছি। সরকারের পতন নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন আরও বেগবান করবো। গত শনিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা আহত নেতাদের দেখতে এসে তিনি এ কথা বলেন। এসময় বিভিন্ন ইউনিয়নে পদযাত্রা কর্মসূচিতে আ.লীগ নেতাকর্মীর হামলায় বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেন তিনি। জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।
পদযাত্রা কর্মসূচিতে গত শনিবার বিকেল ৪টার দিকে কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের ফজুমিয়ারহাট বাজারে আওয়ামী লীগ এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দু’পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। অন্যদিকে জেলা সদরের মান্দারীতে বিএনপির দুই কর্মীকে মারধরের খবর পাওয়া গেছে। এছাড়া হাজিরপাড়ায় বিএনপির এক কর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে। এসময় ভিডিও ধারণ করতে গেলে দুই সাংবাদিককে হেনস্থার শিকার হতে হয়। এছাড়া রামগঞ্জ উপজেলার নাগমুদ বাজার ও লক্ষ্মীধরপাড়া বাজরে বিএনপির নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ