প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি জুলফিকার রাসেলের কথায় বাপ্পা মজুমদার ফিচারিং টিনা রাসেলের নতুন গান ‘কিছু নেই যার’। ভালোবাসা দিবস উপলক্ষে পহেলা ফালগুন গানটি প্রকাশ হবে বাপ্পা মজুমদারের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে। সংগীতাঙ্গনের অন্যতম সফল ও প্রশংসিত জুটি বাপ্পা মজুমদার ও জুলফিকার রাসেল হলেও গত ১২ বছর এই জুটি একসঙ্গে কোনও গান বাঁধেননি। তাদের শেষ গান ছিল ২০১০ সালে। এক যুগ পর দুজনে আবারও এক হয়েছেন নতুন গান নিয়ে। তাদের গান গাইলেন এই প্রজন্মের অন্যতম কণ্ঠশিল্পী টিনা রাসেল। বাপ্পা মজুমদার বলেন, আবার আমি আর রাসেল একসঙ্গে গান করলাম। এটা ভালো লাগার বিষয়। ওর লেখা নিয়ে নতুন করে বলার কিছু নেই। বরাবরই রাসেল আমার অন্যতম পছন্দের গীতিকবি। তবে নতুন করে মুগ্ধ হয়েছি টিনার কণ্ঠে। খুবই মিষ্টি, গান শেখা কণ্ঠ। জুলফিকার রাসেল বলেন, বাপ্পা ভাই আমার পছন্দের সেরা সুরকারদের একজন। একসঙ্গে আমরা প্রচুর কাজ করেছি। প্রায় এক যুগ পর টিনার গানের সূত্র ধরে আবারও এক হলাম। আশা করছি, সামনে বাপ্পা-জুলফি জুটির বেশ কিছু গান ও প্রজেক্ট উপহার পাবেন শ্রোতারা। টিনা রাসেল বলেন, বাপ্পা ও জুলফিকার রাসেলের গান শুনতাম আর ভাবতাম, আমিও যদি এই জুটির সঙ্গে একটা গান করতে পারতাম! সেই স্বপ্ন এবার পূরণ হলো। নিজেকে ভাগ্যবান মনে করছি। আশা করছি শ্রোতারা গানটি শুনে মুগ্ধ হবেন। উল্লেখ্য, টিনা রাসেলকে মডেল করে গানটির ভিডিও নির্মাণ করেছেন বাপ্পা মজুমদার নিজে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।