Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেটিজেনদের কটাক্ষের মুখে মোনালি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:৩৬ পিএম

তারকারা নিজেদের সৌন্দর্য বাড়াতে নানান ধরনের পরীক্ষা চালাতেই থাকেন। কেউ ব্যস্ত নাক সুন্দর করতে। কেউ আবার ঠোঁট কিংবা পুরো মুখমণ্ডলের। আর এ কারণে মাঝে মধ্যে নেটিজেনদের কটাক্ষের মুখেও পড়েন তারা। সম্প্রতি ইনস্টাগ্রামে নতুন ছবি পোস্ট করে তোপের মুখে পড়েছে সঙ্গীতশিল্পী মোনালি ঠাকুর।

বর্তমানে একটি রিয়্যালিটি শোয়ের বিচারকের দায়িত্ব পালন করছেন এই গায়িকা। আর সেই সেট থেকেই নিজের একটি ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি। সেই ছবিতে দেখা যায় তার কপালে টিপ, ঠোঁটে গাঢ় লিপস্টিক, সঙ্গে মানানসই পোশাকে নিজেকে সাজিয়েছিলেন মোনালি। পোস্ট করতে না করতেই নেতিবাচক মন্তব্যে ভরে উঠেছে তার ইনস্টাগ্রাম।

বেশ কিছুদিন সোশ্যাল মিডিয়া থেকে গায়েব হয়ে গিয়েছিলেন গায়িকা। অনেকেই বলছেন. সেই সময়েই তিনি নাকি সার্জারি করেছেন। কেউ বলছেন, তিনি যদি প্লাস্টিক সার্জারি করে থাকেন, তা মোটেও সফল হয়নি। কারোর বক্তব্য, এটা যেন মেকআপ হয়, যেন শুনতে না হয় মোনালী প্লাস্টিক সার্জারি করিয়েছেন। স্বাভাবিক যে সৌন্দর্য ছিল, তার বারোটা বাজিয়েছেন গায়িকা, এমন কমেন্টে ভরে গিয়েছে কমেন্ট বক্স।

এসব মন্তব্যে দেখার পর তিনি কোনো জবাব দেননি। বিদেশে বিয়ে করে সেখানেই স্থায়ী তিনি। তবে মোনালি কাজের জন্য এখন ভারতে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ