বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গত শনিবার কেশবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি পদযাত্রা পালন করতে যেয়ে আওয়মী লীগের কর্মিদের হাতে আহত নেতা কর্মিদের বাড়ি বাড়ি যেয়ে খোজ খবর নিয়েছেন, রোববার কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদসহ কেশবপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
বিএনপির দেশ ব্যাপি কর্মসূচির অংশ হিসাবে কেশবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্থানয়ি বিএনপি পদযাত্রা করতে গেলে এলাকার আওয়ামীলীগ কর্মিরা উপজেলার হাসানপুর বাজারে, কর্ন্দপপুর গ্রামে ও মুগুরখালি বাজারে স্থানীয় বিএনপির নেতা কর্মীদের মারধোর করে আহত করে। অপরদিকে উক্ত মারপিটের ঘটনায় কেশবপুর থানায় ৪বিএনপি নেতার নাম উল্লেখ করে এবং অগ্যত কয়েকশ জনকে আসামি করে কেশবপুর থানায় মামলা দায়ের করা হযেছে। পুলিশ গত রাতেই ৪ বিএনপি কর্মীকে আটক করেছে। কেশবপুর থানার অফিসার ইন-র্চাজ মুস্তাফিজুর রহমান জানান, আসামি গ্রেফতারের অভিযান অব্যহত আছে। কেশবপুর উপজেলা বিএনপির আহবায়ক মশিয়ার রহমান বলেন, আমাদের শান্তিপুর্ন পদযাত্রায় আওয়ামী লীগের কর্মীরা হামলা করল, আবার আমাদের নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করল। পুলিশ কোন রকম তদন্ত ছাড়ায় আওয়ামী লীগের মামলা গ্রহন করে বিএনপির কর্মীদের পায়কেড়ী ভাবে আটক করছে।পুলিশ রাষ্ট্রের কোন দলের না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।