Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

অপহরণ মামলার পলাতক আসামিকে ভিকটিম উদ্ধারসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৪৯ পিএম

অপহরণ মামলার প্রধান পলাতক আসামী মো. রুবেল হোসেন ওরফে রুবেলকে (৩২) গ্রেপ্তারসহ ১ জন ভিকটিমকে উদ্ধার করেছে র‌্যাব-৩। শনিবার রাতে ঢাকার তুরাগ থানার চয়নী চারা কামার পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


রোববার (১২ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

র‍্যাব-৩ এর অধিনায়ক জানান, গ্রেপ্তার রুবেল পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থানায় গত -২৬ জানুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণ মামলার প্রধান পলাতক আসামী। সে ভিকটিমকে অপহরণ করে তার পরিবারের কাছে মুক্তিপন হিসেবে মোটা অংকের টাকা দাবী করে আসছিল।

লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, গ্রেপ্তারের দাবীতে ভিকটিমের পরিবার রাজি না হওয়ায় সে ভিকটিমকে প্রাণনাশের হুমকি দেয়াসহ শারীরিক ও মানসিক নির্যাতন করত। অপহরণের পর থেকে আসামী দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছে।

গ্রেপ্তারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ