Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

শিক্ষকদের প্রশিক্ষণের বিকল্প নেই

চট্টগ্রামে বিকেএ’র জাতীয় শিক্ষাক্রম রূপরেখার প্রশিক্ষণে নেতৃবৃন্দ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৪০ এএম

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের (বিকেএ) বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন হয়েছে। গতকাল শনিবার নগরীর সানরাইজ গ্রামার স্কুল মিলনায়তনে চট্টগ্রাম বিভাগের সদস্য প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন কারিকুলামে বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়। এতে নেতৃবৃন্দ বলেন, শিক্ষকদের প্রশিক্ষণের বিকল্প নেই।
সংগঠনের প্রধান উপদেষ্টা, সাবেক উপজেলা শিক্ষা অফিসার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে এবং এম নজরুল ইসলাম খানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসার মো. ফরিদুল আলম হোসাইনী। বিশেষ অতিথি ছিলেন ৩৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাবু পুলক খাস্তগীর। উদ্বোধক ছিলেন সংগঠনের চেয়ারম্যান লায়ন মুহাম্মদ দিদারুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট নির্বাচনে সদস্য প্রার্থী ইনকিলাব সাংবাদিক মোহাম্মদ আব্দুল অদুদ। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খলিলুর রহমান মহিলা ডিগ্রী কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ আবু তৈয়ব। প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পিটিআই সুপার (সাবেক) কামরুন নাহার, কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ড. মনিরুজ্জামান, সাবেক উপজেলা সহকারী শিক্ষা অফিসার বাবু সুনীল কুমার বিশ্বাস। সংবর্ধিত অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ এসোসিয়েশনের মহাসচিব এম এ মান্নান মুনির, সাংগঠনিক সচিব মোহাম্মদ আলাউদ্দিন, কেয়ার চেয়ারম্যান অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় আহবায়ক মঈনুদ্দীন কাদের লাভলু, আদর্শ শিক্ষক ফোরামের সভাপতি এস.এম দিদারুল আলম।
এছাড়া বক্তব্য রাখেন ড. হাজী মুহাম্মদ ইউসুফ, মোহাম্মদ আলতাফ হোসেন, কেয়ার যুগ্ম মহাসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম মল্লিক, হাজী আব্দুল জব্বার, মোহাম্মদ আনোয়ার হোসেন, মো. শাহ আলম, মো. আশরাফুল ইসলাম, মো. ফারুক, মোহাম্মদ ইরফান হোসেন, এ এম ইমাম হোসাইন, সিপ্তি কনা বড়ুয়া, মো. ইব্রাহিম তালুকদার, সাজ্জাদুল করিম খান, মোহাম্মদ রুবেল শেখ, মোহাম্মদ ইলিয়াস প্রমুখ। মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী হয় এবং প্রতি শনিবার এই প্রশিক্ষণ চলবে। এক মাস পরে আনুষ্ঠানিকভাবে সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ কর্মশালায় ৫০টি স্কুলের তিন শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ