রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ময়মনসিংহে যুবলীগ নান্দাইল উপজেলা ও পৌর শাখার উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে গত শুক্রবার সকাল ১০ ঘটিকায় চন্ডীপাশা নতুন বাজার বর্তমান সংসদ সদস্যের দলীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সভাপতি, জেলা পরিষদের সদস্য, মো. আবু বকর সিদ্দিক বাহারের সভাপতিত্বে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় বাংলাদেশ যখন সারা বিশ্বে উন্নয়নে রোল মডেল এবং সুখ, শান্তি, সমৃদ্ধি ও অর্থনীতিতে এগিয়ে যাচ্ছে। তখনেই ৭১-এর পরাজিত শক্তি জামায়াত, বিএনপির দোসররা বাংলাদেশকে অস্থিতিশীল ও অশান্তি সৃষ্টি করার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত। এদেরকে রাজপথে প্রতিহত করার জন্য আমাদের সকলকে সজাগ থাকতে হবে।
সমাবেশে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা, নান্দাইল উপজেলা চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, নান্দাইল উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম মামুন, সাধারণ সম্পাদক মাহমুদুর হক সৌরভ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. মনজিল হাসান, উপজেলা ওলামা লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা হাবিবুর রহমান, উপজেলা তাঁতী লীগের আহŸায়ক খাদেমুল ইসলাম লিটনসহ আ.লীগ, যুবলীগ, ছাত্র লীগ, কৃষক লীগ ও ওলামা লীগের বিভিন্ন নেতৃবৃন্দ ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।