Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানকে যারা ভুলতে পারেনি তারাই অরাজকতা করছে

মাগুরায় সাইফুজ্জামান শিখর এমপি

স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানের পক্ষ নিয়ে যারা হত্যা ধর্ষণ লুটপাট করেছিল তাদের উত্তরসুরিরা বর্তমানে বিএনপির নেতৃত্বে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে। মাগুরা ভায়না মোড়ে বিজয় স্মৃতিস্তম্ভ উদ্বোধন উপলক্ষে জেলা পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এড. সাইফুজ্জামান শিখর এ কথা বলেন। স্থানীয় আছাদুজ্জামান অডিটরিয়ামে গত শুক্রবার সন্ধ্যায় এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু। সভায় বক্তব্য রাখেন, জেলা আ.লীগের সভাপতি আফম আব্দুল ফাত্তাহ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বাদল চন্দ্র হালদার, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, মেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিসুর রহমান খোকন প্রমুখ। প্রধান অতিথি বলেন, শেখ হাসিনা যতদিন প্রধানমন্ত্রী আছেন ততদিন দেশের অগ্রগতি কেউ রুখতে পারবেনা। জনগণ রাষ্ট্র পরিচালানায় শেখ হাসিনার বিকল্প দেখছেনা, তাই আগামী নির্বাচনে জনগনের ম্যান্ডেট নিয়ে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবেন। তিনি আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে দলের ঐক্যের প্রতি গুরুত্ব আরোপ করে বলেন, জনগনের জানমাল রক্ষাসহ সার্বিক বিষয়ে সতর্ক থেকে দলের স্বার্থে কাজ করতে হবে। তিনি বিএনপি পদযাত্রার নামে কোন নৈরাজ্য করতে না পারে তার জন্য শান্তি সমাবেশ করে শান্তি বজায় রাখার জন্য নেতা কর্মিদের প্রতি আহবান জানান। উল্লেখ্য, জেলা পরিষদ ৬০ লাখ টাকা ব্যয়ে এ অডিটরিয়াম নির্মাণ করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ