রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঢাকার ধামরাইয়ে মাটির ট্রাক চলাচল করতে না দেয়ায় ব্যবসায়ীকে প্রতিনিয়ত হুমকি প্রদান করেছে এলাকার চিহ্নিত মাটি ব্যবসায়ীরা। এ ব্যাপারে ভ‚ক্তভোগী মুজিবুর রহমান ধামরাই থানায় ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৫/৭ জনকে আসামি জিডি করেছে। শুধু তাই নয় ধামরাই নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে গত ২ ফেব্রæয়ারি একটি মামলা দায়ের করে। মুজিবুর রহমান জানান, উপজেলার সূয়াপুর ইউনিয়নের দেলধা গ্রামের মুজিবুর রহমান দেলধাস্থ মৌজায় জমি ক্রয় করে ভোগদখলে রয়েছে। এরমধ্যে একই এলাকার আরশেদ আলীগংরা ওই সম্পত্তি উপর দিয়ে মাটির ট্রাক চালানোসহ জবরদখলের পায়তার করে আসতেছে। এ জবর দখল ও মাটির ট্রাক চলাচলে বাধা প্রদান করায় মুজিবুর রহমানকে নিয়মিত ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি প্রদান করে আসছে। শুধু তাই নয় তাকে নানাভাবে হয়রানি করার চেষ্টায় লিপ্ত রয়েছে বিবাদীরা।
এ ব্যাপারে মামলার বাদী মুজিবুর রহমান বলেন, আমার জমির ওপর দিয়ে ট্রাক চলাচল করতে না দেয়ায় আরশেদসহ আরো ৮/১০ জন ব্যক্তি আমাকে হুমকি প্রদান করে আসতেছে। আমি এ জন্য আইনের আশ্রয় নিয়েছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।