Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পারফিউমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ক্রিকেটার তাসকিন আহমেদ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

পারফিউম ব্রান্ড ফগ-এর প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভিনি কসমেটিক্সের নতুন ব্র্যান্ড রিয়েলম্যান বডি ¯েপ্র ও পারফিউমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন জাতীয় ক্রিকেট দলের ফাস্ট বলার তাসকিন আহমেদ। সম্প্রতি এক অনুষ্ঠানে তাসকিন আহমেদকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয়। অনুষ্ঠানে তাসকিন আহমেদ বলেন, বিশ্ববিখ্যাত ব্র্যান্ড ফগ-এর নির্মাতা প্রতিষ্ঠান ভিনি কসমেটিক্সের নতুন ব্র্যান্ড রিয়েলম্যান এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পেরে আমি খুবই আনন্দিত। আমি বিশ্বাস করি, শুধু খেলোয়াড়ই নয়, সবারই নিজের কাছে নিজেকে ভালো অনুভব করার জন্যে একটি ভালো মানের লং লাস্টিং সুগন্ধী রাখা উচিত যা শরীর ও মনকে রিফ্রেশিং রাখবে সবসময়। ভিনি কসমেটিক্সের সম্মানিত কান্ট্রি ম্যানেজার আহসান খন্দকার বলেন, বাংলাদেশের স্বনামধন্য ক্রিকেটার তাসকিন আহমেদকে রিয়েলম্যান- র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমাদের মাঝে পেয়ে আমরা অত্যনন্ত আনন্দিত। রিয়েলম্যান ব্র্যান্ডটিকেও আমরা সফলভাবে বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করতে পেরেছি। পুরুষদের জন্যে বিশেষভাবে রিয়েলম্যান বডি ¯েপ্র ও পারফিউম তৈরি করা হয়েছে, যার ম্যানলি ও লং লাস্টিং ফ্র্যাগনেন্স সারাদিন প্রানবন্ত রাখবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ