Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাস্টিং কাউচের শিকার নয়নতারা

| প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

অনেকের ধারণা বিনোদন ইন্ডাস্ট্রি মানেই নোংরা জগত। এখানে সুনামের পাশাপাশি ভুরি ভুরি দুর্নাম। একাধিক শীর্ষমানের তারকাদের অতীত ঘাটলে উঠে আসবে নানা ধরণের অজানা তথ্য। যদিও অনেকেই প্রতিষ্ঠিত হওয়ার পর অতীত প্রকাশ্যে এনেছেন। অনেকেই একাধিক প্রলোভনে পা দেওয়ার কথা শিকার করেছেন, আবার অনেক পরিচালক-প্রযোজকদের কুপ্রস্তাবকে উপেক্ষা করেও সফল হয়েছেন। সম্প্রতি কাস্টিং কাউচের শিকার হওয়ার কথা প্রকাশ্যে আনলেন দক্ষিণের সুপারস্টার অভিনেত্রী নয়নতারা। দক্ষিণের ‘রাওডি বেবি’-নামেও পরিচিত তিনি। গত বছরেই জনপ্রিয় পরিচালক ভিগনেশ শিবানের সঙ্গে বিবাহবন্ধনে বাঁধা পড়েছেন অভিনেত্রী। গর্ব করার মতো দক্ষিণী ইন্ডাস্ট্রিতে অভিনেত্রীর বিশাল ফিল্মোগ্রাফিও রয়েছে। খুব শীঘ্রই অভিনেত্রী পরিচালক অ্যাটলির ‘জওয়ান’-এর মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন। ছবিতে তিনি জুটি বাঁধছেন, বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে, ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের স্মৃতি সামনে আনলেন নয়নতারা। টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রীকে একবার যৌন অনুগ্রহের বিনিময়ে ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকার প্রস্তাব দেওয়া হয়েছিল। তৎক্ষণাৎ-ই অভিনেত্রী প্রস্তাব প্রত্যাখ্যান করে দেন। কারণ নয়নতারা তাঁর অভিনয় ক্ষমতা নিয়ে যথেষ্ট বিশ্বাসী ছিলেন। শুধু এই প্রথম নয়, একাধিক অভিনেত্রী এর আগে কাস্টিং কাউচের অভিজ্ঞতা শেয়ার করেছিলেন। এর আগে ‘বিগ বস ১৬’ খ্যাত অঙ্কিত গুপ্তা জানিয়েছিলেন, তাঁকেও একটি চলচ্চিত্র প্রকল্পের প্রতিশ্রুতিতে আপস করতে বলা হয়েছিল। কাজের ফ্রন্টে, ভক্তরা নয়নতারাকে অ্যাটলির জওয়ানে এসআরকে’র বিপরীতে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ছবিতে শাহরুখ খান, বিজয় সেতুপতি, দীপিকা প্রিয়ামণি, সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভারও থাকবেন। ২০২২ সালের জুন মাসে মহাবালিপুরমে দীর্ঘদিনের প্রেমিক ভিগনেশ শিবানের সঙ্গে গাঁটছড়া বাঁধেন নয়নতারা। এছাড়াও গতবছর বিয়ের ঠিক চারমাসের মাথাতেই সারোগেসির মাধ্যমে যমজ ছেলেকে স্বাগত জানিয়েছেন এই তারকা দম্পতি। রাউডি পিকচার্স প্রোডাকশন হাউসের ইউটিউবে আপলোড করা একটি ভিডিওতে সম্প্রতি নিজের বিয়ে সম্পর্কে নয়নতারা বলেন, ‘আমি মনে করি প্রেম যা-ই হোক না কেন ভিগনেশ শিবন তাঁর রূপকার। যখন থেকে আমরা একে অপরকে চিনতে পেরেছি, যখন থেকে আমরা প্রেমে পড়েছি। আমাকে আর কিছু নিয়ে চিন্তা করতে হবে না। কেউ যদি আমার সমালোচনা করে বা কোনো খারাপ পরিস্থিতিতে, তিনি আমার পাশে থাকলেই সব ঠিক হয়ে যাবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ