Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তাহসানের কনসার্ট ট্যুর ও নতুন গান

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

গায়ক-অভিনেতা তাহসান খান মিউজিক্যাল প্ল্যাটফর্ম ‘ফেশ সাউন্ড’-এর আয়োজনে দেশব্যাপী কনসার্ট ট্যুর শুরু করেছেন। গতকাল ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার চট্টগ্রাম থেকে শুরু হয়েছে তার এই ট্যুর। এই আয়োজনে তাহসান পূর্ণ করবেন সঙ্গীতজীবনের দুই দশক। কনসার্টের পাশাপাশি ভালোবাসা দিবসের আগে নতুন গান প্রকাশ করেছেন। গানের শিরোনাম ‘হারাই বহুদূর’। ডুয়েট এই গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সুস্মিতা আনিস। বছর তিনেক আগে এই দুইজন একসঙ্গে ভালোবাসা দিবস উপলক্ষে ‘স্মৃতির ফানুস’ শিরোনামে গান প্রকাশ করেছিলেন। গানটি শ্রোতাদের মাঝে সাড়া ফেলেছিল। তাহসান বলেন, সুস্মিতা আনিসের সঙ্গে বেশ কয়েকটা গান করা হয়েছে। কাজ করতে গিয়ে তার সহযোগিতা এনজয় করি। তাহসান জানান, নতুন গানটির কথা লেখার পাশাপাশি টিউন ও ক¤েপাজিশন করেছেন সঙ্গীতশিল্পী মিনার রহমান। সঙ্গীতায়োজন করেছেন সাজিদ সরকার। তাহসান বলেন, মিনারের জন্য আগে অনেক গান বানিয়েছি। তার প্রথম অ্যালবাম ‘ডানপিটে’র সঙ্গীতায়োজন আমার করা ছিল। প্রথমবার মিনারের লেখা ও সুরে গাইলাম। গানের ভিডিওটির জন্যও বেশ প্রশংসা পাচ্ছি। ‘হারাই বহুদূর’ গানের ভিডিওর গল্প ভাবনা ও পরিচালনা করেছেন এজিএ নাহিয়ান আহমেদ। নির্মিত হয়েছে ফ্লাইবোর্ড স্টুডিও প্রডাকশনের ব্যানারে। গানের ভিডিও প্রকাশিত হয়েছে ‘সুস্মিতা আনিস’ নামের ইউটিউব চ্যানেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ