Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রজার ওয়াটার্স একাই ‘দ্য ডার্ক সাইড অফ দ্য মুন’ রেকর্ড করেছেন

| প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

পিঙ্ক ফ্লয়েড ব্যান্ডের ‘দ্য ডার্ক সাইড অফ দ্য মুন’ সর্বকালের সবচেয়ে সফল অ্যালবামের একটি। একসময় এটি ছিল তালিকার শীর্ষে তবে এখন নেমে গেছে চারে আর শীর্ষে আছে মাইকেল জ্যাকসনের থ্রিলার। ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য রজার ওয়াটার্স সম্প্রতি জানিয়েছেন, তিনি একাই ব্যান্ডের অন্য সদস্যদের ছাড়াই অ্যালবামটি আবার রেকর্ড করেছেন। জার্মান সংবাদপত্র বার্লিনার সাইটুংকে এক সাক্ষাতকারে ওয়াটার্স বলেছেন। এর আগে প্রিন্স এবং টেইলর সুইফ্টও একই ধরণের কাজ করেছেন যাতে নিজের সৃষ্টির ওপর তাদের কর্তৃত্ব থাকে। উল্লেখ্য, পিঙ্ক ফ্লয়েডের অন্য সদস্য, বিশেষ করে গিটারিস্ট ডেভিড গিলমোরের সঙ্গে ওয়াটার্সের কর্তৃত্বের বিবাদ দীর্ঘদিনের। ওয়াটার্স বার্লিনার সাইটুংকে বলেন, ‘নতুন এই ধারণাটি কাজের মূল অর্থ প্রকাশের উদ্দেশে, যাতে অ্যালবামটির আত্মা ও হৃদয় প্রকাশিত হয়, সাংগীতিক ও আধ্যাত্মিকভাবে।’ ওয়াটার্স ১৯৮৫ সালে পিঙ্ক ফ্লয়েড ছাড়েন এবং ব্যান্ডের বাকি সদস্যদের বিরুদ্ধে পিঙ্ক ফ্লয়েডের নাম ব্যবহার করার অভিযোগে মামলা করেন। তিনি মামলায় হেরে যান। ব্যান্ডের কিংবদন্তীতুল্য লিড গিটারিস্ট ডেভিড গিলমোরের সঙ্গেই ওয়াটার্সের বিরোধ বরাবর স্পষ্ট। মাত্র কয়েক দিন আগে গিলমোরের স্ত্রী পলি স্যামসন তাকে নিয়ে টুইট করেন, পুতিনের সহমর্মী এবং একজন মিথ্যুক, চোর, ভ-, কর খেলাপি, লিপসিঙ্ককারী গায়ক, পুরুষতান্ত্রিক, ঈর্ষাপরায়ণ এবং হামবড়া। গিলমোর সমর্থনে টুইট করেন, প্রতিটি শব্দই স্পষ্টতই সত্য। ‘ডার্ক সাইড অফ দ্য মুন’ রজার ওয়াটার্স সংস্করণ মে মাসে মুক্তি পাবে। রজার ওয়াটার্স ইতোপূর্বে ‘পিঙ্ক ফ্লয়েড দ্য ওয়াল’-এর সব গা নিয়ে ২০১৪ সালে ‘রজার ওয়াটার্স দ্য ওয়াল লাইভ’ ভিডিও প্রকাশ করেন। মূল ‘দ্য ডার্ক সাইড অফ দ্য মুন’ মুক্তি পায় ১ মার্চ, ১৯৭৩ সালে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ