বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় পদযাত্রা কর্মসূচী শেষ হয়েছে। সেই সাথে একই দিনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে সন্ধা পর্যন্ত দু'টি দল পৃথক পৃথক ভাবে ওই পদযাত্রা ও শান্তি সমাবেশ কর্মসূচী শান্তিপ্রিয় ভাবে শেষ হয়।
জানা যায়, গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, তেল, আটাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও সার, ডিজেলসহ কৃষি উপকরণের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও গণতন্ত্র পুনরুদ্ধার ও সরকারের পদত্যাগ ও বেগম খালেদা জিয়া ও নেতা-কর্মীদের মুক্তিসহ দশ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঈশ্বরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পদযাত্রা কর্মসূচী পালন করা হয়েছে। শনিবার সকাল থেকে সন্ধা পর্যন্ত ওই পদযাত্রা কর্মসূচী পালন করা হয়। পদযাত্রা কর্মসুচীতে উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা সবকটি ইউনিয়নে ভাগে ভাগে অংশ গ্রহণ করেন।
অপর দিকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ১১টি ইউনিয়ন ও ১টি পৌর সভায় ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ শান্তি সমাবেশ করে। সেই শান্তি সমাবেশে উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দরা অংশগ্রহণ করে বক্তব্য রাখেন।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান বলেন, ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় আমিসহ আমাদের ভিট অফিসারগন শান্তি সমাবেশ ও পদযাত্রা কর্মসূচী পালনকালে টহলে ছিলাম। যে কারনে কোন প্রকার ঘটনা ছাড়াই শান্তি প্রিয় ভাবেই কর্মসূচী শেষ হয়েছে। বর্তমানে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।