Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার নওয়াজের ভিডিও ফাঁস করলেন স্ত্রী আলিয়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:৫১ পিএম

বলিউড তারকা নওয়াজউদ্দিন সিদ্দিকীর সঙ্গে তার স্ত্রী আলিয়া সিদ্দিকীর লড়াই ক্রমশ আরো তিক্ত হচ্ছে। কখনো নওয়াজ, কখনো বা আলিয়া, একে অপরের বিরুদ্ধে চলছে অভিযোগ-পাল্টা অভিযোগ। সম্প্রতি নওয়াজ অভিযোগ তোলেন, প্রথম স্বামীর সঙ্গেই নাকি আলিয়ার এখনো বিবাহবিচ্ছেদ হয়নি। তাই আইনত আলিয়া এখনো তার প্রথম স্বামীরই স্ত্রী। নওয়াজের এই অভিযোগের দুই দিন পরেই ইনস্টাগ্রামে বিস্ফোরক একটি ভিডিও পোস্ট করেছেন আলিয়া সিদ্দিকী।

এ প্রসঙ্গে আলিয়া বলেন, ‘নওয়াজউদ্দিন কয়েক দিন আগে এসেছিলেন। তিনি শোরাকে ভিসাসংক্রান্ত কাজে সঙ্গে নিতে চেয়েছিলেন। তবে সত্য হলো, শোরা এবং আমি দুবাইয়ের নাগরিক এবং আমাদের এ ধরনের কোনো কাজ প্রয়োজন পড়ে না। এখানে এসবের প্রয়োজনীয়তা নেই।’

তিনি আরো বলেছেন, ‘মেয়েকে তিনি নওয়াজউদ্দিনের সঙ্গে পাঠাননি।’

নওয়াজউদ্দিনের সঙ্গে বিচ্ছেদ আলিয়া বলেন, ‘সে আমাকে মানসিকভাবে অনেক হয়রানি করেছে। আমি তাকে তালাক দেব এবং আমার বাচ্চাদের হেফাজতের জন্য লড়াই করব। আমি টাকার জন্য ক্ষুধার্ত নই, কিন্তু সে আমাদের দ্বিতীয় সন্তানকে অস্বীকার করায় আমি হতবাক হয়েছি। আমরা লিভ-ইন রিলেশনে থাকা অবস্থায় আমাদের দ্বিতীয় সন্তানের জন্ম হয়েছে। এটা সে কিভাবে বলতে পারে? আমার কাছে সব ধরনের চুক্তিনামা রয়েছে, যা আমাদের স্বামী এবং স্ত্রী প্রমাণ করে। এসব তথ্য আমি আদালতে জমা দেব।’

উল্লেখ্য, কিছুদিন আগে আলিয়া তার সন্তানদের নিয়ে দুবাই থেকে মুম্বাই ফিরে আসার পর দুজনের মধ্যে সমস্যা শুরু হয়েছিল। পুলিশ জানিয়েছে যে নওয়াজউদ্দিনের মা মেহরুননিসা সিদ্দিকীর সঙ্গে তার স্ত্রীর তর্ক হয়েছিল। এরপর আলিয়া তার বিরুদ্ধে এফআইআর দায়ের করে থানায়। এমনকি তাকে বাড়িতে হয়রানি করাসহ খাবার না দেওয়ার অভিযোগও তোলেন আলিয়া।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ