Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাকিরার অত্যাচারে বাড়ি ছাড়ছেন পিকের বাবা-মা!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:২৭ পিএম

শাকিরার প্রাক্তন প্রেমিক জেরার্ড পিকে। তাদের মধ্যে বিচ্ছেদ হলেও পিকের বার্সেলোনার বাড়ি ছাড়েননি শাকিরা। এখনও সেখানেই বাস করছেন। ওই বাড়ির পাশেই পিকের বাবা-মায়ের বাড়ি। সেটাই কাল হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য। শাকিরার অত্যাচারে বাড়িটি ছেড়ে চলে যাচ্ছেন পিকের বাবা-মা। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের একাধিক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

পিকের বাবা-মা জানিয়েছেন, পিকের ওপর জমিয়ে রাখা ক্ষোভ তাদের ওপর ঝাড়ছেন শাকিরা। কিছুদিন আগে তাদের বাড়ির দিকে মুখ করে রহস্যময় কালো ম্যানিকিন (ব্যঙ্গাত্মক বামন পুতুল) বসিয়েছেন তিনি। এতেও ক্ষোভ মেটেনি এ গায়িকার। তাদের বিরক্ত করার উদ্দেশ্যে উচ্চ শব্দে গান ছেড়ে রাখেন তিনি।

আরও জানা গেছে, শাকিরা তার বাড়িতে বন্ধু-বান্ধব নিয়ে নিয়মিত পার্টিতে মেতে থাকেন। তাদের হৈ-হুল্লোড়ে অতিষ্ঠ পিকের বাবা-মা। সমাধান হিসেবে নিজেদের বাড়িটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

এদিকে শাকিরার এ লাগামহীন পার্টির একটি ভিডিও প্রকাশ পেয়েছে সামাজিক মাধ্যমে। সেখানে দেখা গেছে, বন্ধু-বান্ধব নিয়ে নিজ বাড়তে পার্টিতে মেতেছেন তিনি। বাড়ির সামনে উচ্ছ্বাস করছেন তার অনুরাগীরা। ব্যালকনিতে এসে তাদের সঙ্গে তাল মেলাতে ও আতশবাজি ফুটিয়ে উল্লাসও করতে দেখা গেছে তাকে।

উল্লেখ্য, ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা ফুটবল বিশ্বকাপের সময় একে অপরের সঙ্গে পরিচয় হয় শাকিরা-পিকের। এরপর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাদের মধ্যে। তারপর থেকেই এক ছাদের নিচে ছিলেন তারা। এই জুটির এক যুগের সম্পর্কের অবসান ঘটে গত বছর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ