Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চলতি মাসেই তাহসানের দেশব্যাপী কনসার্ট ট্যুর

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:২২ পিএম

জনপ্রিয়তার শীর্ষে থাকা অন্যতম এক ব্যক্তি তাহসান রহমান খান। একাধারে তিনি একজন জনপ্রিয় গায়ক, গীতিকার, সুরকার, অভিনেতা ও উপস্থাপক। তবে তিনি বাংলা গানের জগতেই বেশি জনপ্রিয়। গানের ক্যারিয়ারে ২০ বছর পূর্তি উপলক্ষে শুরু হতে যাচ্ছে ফ্রেশ প্রিমিয়াম টি-এর মিউজিক্যাল প্ল্যাটফর্ম ‘ফ্রেশ সাউন্ড’। যেটি আয়োজন করেছেন দেশের স্বনামধন্য চায়ের ব্র্যান্ড ফ্রেশ প্রিমিয়াম টি। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ফ্রেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ফ্রেশ সাউন্ড’ আগামী ১১ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী কনসার্ট ট্যুর শুরু করবে। চট্টগ্রামের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাওয়া ‘চট্টগ্রাম থেকে তাহসানের সাথে’ আয়োজনে তাহসান খান সংগীতজীবনের ২০ বছর পূর্ণ করবেন।

জানা গেছে, এ কনসার্টে তাহসান তার বিখ্যাত সব গান গাইবেন। কনসার্টের চমক হিসেবে ফেসবুকে ’সেই তুমি কে?’- গানটি কাভার করা ভক্তদের মধ্য থেকে নির্বাচিত একজন সুযোগ পাবেন তাহসানের সঙ্গে মঞ্চে গান গাওয়ার।

এদিকে, তাহসান ২০ বছর পূর্তিতে ফেসবুকে উচ্ছ্বাস প্রকাশ করে লেখেন, বিশ বছরের বিশ গান নিয়ে আসছি তোমাদের শহরে… আমার পৃথিবী, এখনো, প্রার্থনাদ, ঈর্ষা, অপমিত, কিছু শিহরণ, প্রেম তুমি, ছুঁয়ে দিলে মন, কেন হঠাৎ এলে, কতদূর, যত ভুল, কেউ না জানুক, কে আঁকে অন্য ছবি, প্রেমাতাল, আমি সেই সুতো, হঠাৎ এসেছিলে, কে তুমি, প্রত্যাবর্তন, আলো আর সেই তুমি কে! দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম

উল্লেখ্য, গত ২ বছর ধরে তাহসান ফ্রেশ প্রিমিয়াম টি-এর সঙ্গে কাজ করেছেন। ফ্রেশ প্রিমিয়াম টি-এর সঙ্গে রিলিজ হয়েছে ‘সেই তুমি কে?’ গানটি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ