Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফের জুটি বেঁধেছেন মোশাররফ করিম-শখ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:২২ এএম

একসময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী আনিকা কবির শখ। মাঝে বেশ লম্বা বিরতি নিয়ে আবারও ফিরেছেন কাজে। প্রায় ৮ বছর আবারও তার সঙ্গে জুটি বেঁধেছেন মোশাররফ করিম। আসছে ভালোবাসা দিবসে ‘চৌধুরী’ শিরোনামের নাটক নিয়ে হাজির হচ্ছেন তারা। নাটকটি পরিচালনা করেছেন মাইদুল রাকিব।

জানা গেছে, নাটকটিতে মূলত সময়ের সঙ্গে সঙ্গে বিত্তবান হয়ে উঠলে মানুষ কীভাবে বদলে যান, হাস্যরসাত্মকভাবে সেটিই এ নাটকে তুলে ধরেছেন নির্মাতা মাইদুল রাকিব।

মাইদুল রাকিব বলেন, ‘টাকা-পয়সা হলে অনেকেই নামের পদবি পরিবর্তন করে চৌধুরী হয়ে ওঠেন। মজার একটি গল্পে নির্মিত হয়েছে নাটকটি। অনেক দিন পর ফিরছেন মোশাররফ-শখ জুটি। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’

নাটকটিতে আরও অভিনয় করেছেন ফারুক আহমেদ, আশরাফুল আলম সোহাগ, আলামিন সবুজ প্রমুখ। নির্মিত হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান টেলিহোমের ব্যানারে। ভালোবাসা দিবসে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে নাটকটি।

উল্লেখ্য, সর্বশেষ মোশাররফ করিম-আনিকা কবির শখ জুটিকে দেখা গিয়েছিল ২০১৫ সালে মাইদুল রাকিবেরি ‘রক’ নাটকে। এরপর এ জুটির দেখা মেলেনি। ৮ বছর পর আবারও মাইদুল রাকিবের পরিচালনায় প্রত্যাবর্তন করছে এ জুটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ