রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করে সময় টিভির বার্তা প্রধান মুজতবা দানিশ ও রংপুরের ব্যুরো প্রধান রতন সরকারসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ঝালকাঠির সর্বস্তরের সাংবাদিক সমাজ। গত বৃহস্পতিবার সকাল ১১টায় ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাকিরা অংশ নেন। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন শ্রেণি পেশার মানুষও অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানানো হয় মানবন্ধন ও সমাবেশ থেকে।
এতে বক্তব্য রাখেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার দুলাল সাহা, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, সময় টিভির প্রতিনিধি পলাশ রায়, প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক কে এম সবুজ, নির্বাহী সদস্য জহিরুল ইসলাম জলিল, দৈনিক গাউছিয়ার প্রকাশক ও ডিবিসি নিউজের প্রতিনিধি অলোক সাহা। সমাবেশে বক্তারা সরকারের কাছে ডিজিটাল নিরাপত্তা নামের কালোআইন বাতিলের আহ্বান জানান। সময় টিভির দু’জন সিনিয়র সাংসাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহার না করলে আরো কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন বক্তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।