Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

মাগুরায় জন্ম-মৃত্যু নিবন্ধন সেমিনার

স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে : | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

মন্ত্রীপরিষদ বিভাগ ও জেলা প্রশাসনের আয়োজনে মাগুরা সার্কিটহাউসে গত বৃহস্পতিবার বিকেলে ‘মাগুরা জেলার জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিতকরণ সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে ভার্সুয়ালি যুক্ত ছিলেন মো. মাহমুদুল হোসাইন খান, সচিব, সমন্বয় ও সংস্কার, মন্ত্রিপরিষদ বিভাগ। এছাড়া সেমিনারে বিশেষ অতিথি ছিলেন নজরুল ইসলাম, প্রাক্তন সচিব ও কান্ট্রি কোওর্ডিনেটর, ভাইটাল স্ট্র্যাটেজিস; মো: মঈন উদ্দিন, প্রাক্তন অতিরিক্ত সচিব ও কান্ট্রি কোওর্ডিনেটর, ভাইটাল স্ট্র্যাটেজিস; মোহাম্মদ শহিদুল ইসলাম, উপসচিব, সিভিল রেজিস্ট্রেশন ও প্রকল্প পরিচালক (সিআরভিএস), মন্ত্রিপরিষদ বিভাগ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। অনলাইনে জন্ম ও মৃত্যু নিবন্ধন বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অর্জন। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের উদ্দেশ্যে সকল নাগরিকের জন্ম ও মৃত্যু নিবন্ধন তথ্যাদি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সে লক্ষ্যে সেমিনার ও প্রশিক্ষন কর্মসূচির মাধ্যমে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের দক্ষতা বৃদ্ধিকরণ অতীব জরুরি। জেলা প্রশাসক, সেমিনারে সভাপতির বক্তব্যে মাগুরা জেলার জন্ম ও মৃত্যু নিবন্ধন পরিস্থিতি সম্পর্কে আলোকপাত করে উল্লেখ করেন যে, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অনুসারে ২০৩০ সালের মধ্যে ৮০ ভাগ মানুষকে নিবন্ধনের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর আলোকে তিনি মাগুরা জেলায় ৪৫ দিনের মধ্যেই নবজাতকের জন্ম নিবন্ধন সম্পন্ন করা, অনূর্ধ্ব-৫ (পাঁচ) বছর বয়সী শিশুদের জন্ম নিবন্ধনের হার শতভাগে উন্নীতকরন এবং মৃত্যু নিবন্ধন মৃত্যুর ৪৫ দিনের মধ্যে সম্পন্ন করার ব্যাপারে জনগনকে সচেষ্ট করে এর হার বৃদ্ধির জন্য উপস্থিত ইউএনও, ইউপি চেয়ারম্যান, মেয়র, স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা অফিস, ইউপি সচিবসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান বক্তব্য প্রদান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ