Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোমান খন্দকারের আত্মকেন্দ্রিক গান দূরত্ব

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

প্রকাশিত হয়েছে নোমান খন্দকারের কথা, সুর ও কণ্ঠে আত্মকেন্দ্রিক গান ‘দূরত্ব‘। গানটির সঙ্গীতায়োজন করেছেন মনি জামান। ‘ভুলের রাজ্য‘ নামের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়। গানটির ভিডিওগ্রাফি করেছেন আশরাফ রঞ্জন। নোমান খন্দকার দীর্ঘদিন ধরে কাব্যচর্চা করছেন। সঙ্গীতাঙ্গণের প্রতিষ্ঠিতদের সঙ্গে তার পথচলাও দীর্ঘদিনের। নিজের গান সম্পর্কে তিনি বলেন, আমার গানগুলো একেবারেই নিজস্ব ভাবনার প্রকাশ। এখানে সামগ্রীক চিন্তা আসে নাই। নিজের ভাবনাকে অন্যদের মধ্যে ছড়িয়ে দেয়া কিংবা অন্যদের সঙ্গে মিলিয়ে নেয়ার ইচ্ছাতেই গান করা। সে কারণেই এগুলো আত্মকেন্দ্রিক গান। নোমান খন্দকার জানান, আত্মকেন্দ্রীক ধারার এই গানগুলো নিয়মিত প্রকাশ করবেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ