Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফের একফ্রেমে র‌্যাঞ্চো, ফারহান আর রাজু, ‘থ্রি ইডিয়টস’ সিকুয়েলের ইঙ্গিত?

| প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

‘অল ইজ ওয়েল..’, একটা সময় মাতিয়েছিল হিন্দি ফিল্মের দর্শকদের। ছবি মুক্তির পর ১৪ বছর কেটেছে। আজও র‌্যাঞ্চো-রাজুদের বন্ধুত্বের এই গল্প ভুলতে পারেনি দর্শক। মুক্তির এক দশকের বেশি সময় পার হয়েছে। তবে ‘থ্রি ইডিয়টস’ ছবিটি আজও মনে গেঁথে রয়েছে দর্শকদের। আমির খান, আর মাধবন,শরমন যোশি অভিনীত এই ছবিতে তিন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের জীবনের চড়াই-উতরাই ধরা পড়েছিল। রাজু হিরানির এই ছবির সঙ্গে একাত্ম হতে পেরেছিলেন আট থেকে আশি সকলেই। শুধু র‌্যাঞ্চো, ফারহান আর রাজুই নয়, ভাইরাস বা সাইলেন্সার চতুরের মতো চরিত্রগুলোও গেঁথে রয়েছে দর্শক মনে। এরপর থেকে বহুবার এই ছবির সিকুয়েলের দাবি জানিয়েছে ভক্তরা, তবে ইতিবাচক সাড়া মেলেনি নির্মাতাদের তরফে। শুক্রবার ‘থ্রি ইডিয়টস’ ভক্তদের চমকে দিয়ে একফ্রেমে ধরা দিলেন আমির-শরমন এবং মাধবন। তিনজনকে একসঙ্গে দেখে রীতমতো নস্টালজিক অনুরাগীরা। লাল রঙা ট্র্যাক স্যুটে দেখা গেল থ্রি-ইডিয়টদের। তবে না, থ্রি ইডিয়টসের পরবর্তী পর্ব নিয়ে কোনও আপটেড বরং শরমন যোশির গুজরাতি ছবি ‘কনগ্রাজুলেশন’ ছবির প্রমোশনে একজোট হলেন তিনজনে। ভিডিয়োর শুরুতে দেখা গেল, শরমন দর্শকদের উদ্দেশে বলছেন—'আজ আমার ছবি ‘কনগ্রাজুলেশন’ মুক্তি পাচ্ছে'। কথা বেশিদূর এগানোর আগেই ভিডিয়োর মাঝখানে ঢুকে পড়ে ফুট কাটেন মাধবন। তাঁকে গোটা বিষয়টি বুঝিয়ে ফের প্রথম থেকে ভিডিয়ো শুরু করেন শরমন। কিন্তু ফের তাল কাটে। এবার আমির মাঝখান থেকে ঢুকে পড়েন, এবং এসেই জড়িয়ে ধরেন পুরোনো বন্ধুদের। এরপর ফের শুরু থেকে শুরু করেন শরমন। কিন্তু বন্ধুদের জ্বালাতনে সফলভাবে নিজের বক্তব্য রাখতে পারেন না। শেষমেশ ক্যামেরার ওপারে থাকা ব্যক্তিকে বলেন, ‘ওদিকে চল ভাই, এখানে এরা ভিডিয়ো বানাতে দেবে না’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ