Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিরল রোগে আক্রান্ত সেলিনা গোমেজ : কটাক্ষের জবাব গায়িকার

| প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

বর্তমানে সেলিব্রিটিদের জীবন যেন সাইবার বাসীদের হাতে বন্দি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিনিয়ত তারকাদের একাধিক ছবি ভাইরাল হচ্ছে। শুধুই যে তাঁদের ভাল ভাল ছবি ভাইরাল হচ্ছে, তা কিন্তু মোটেও নয়! তাঁদের পেশাগত জীবনের তুলনায় বেশি চর্চিত হয় ব্যক্তিগত জীবনের নানা কা-ারি। বিশেষ করে অভিনেত্রীদের বডি শেমিং থেকে পোশাক বিতর্ক সবটাই সোশ্যাল মিডিয়ার মুচমুচে গসিপ বনে যায়। তবে যে শুধু অভিনেত্রীরাই বডি শেমিং-এর শিকার হন তা কিন্তু নয়, অভিনেতা, গায়ক, গায়িকা, চলচ্চিত্র জগতের সমস্ত তারকারাই বডি শেমিং-এর শিকার হচ্ছেন। দিন কয়েক আগে গোল্ডেন গ্লোবের অনুষ্ঠান থেকে গায়িকা সেলিনা গোমজের কয়েকটি ছবি ভাইরাল হতেই বডি শেমিং-এর শিকার হয়েছিলেন তিনি। যা নিয়ে নায়িকা খোদ প্রকাশ্যে প্রতিবাদ করেছিলেন। এবং বুদ্ধিমতি সেলিনা জানিয়েছিলেন, তাঁর চেহারা বৃদ্ধির রহস্য ভাই-বোনের ভালবাসা। মোটা হওয়ার দরুন তাঁর একেবারেই কোনও দুঃখ নেই। কিন্তু তাও নেটিজেনদের কটুক্তি করা যেন কিছুতেই থামছে না। বাযফিড-এর মতে, কয়েকদিন আগে, সেলেনা টিকটক-এ গিয়ে তাঁর স্কিন কেয়ার ব্র্যান্ডের একটি ভিডিও পোস্ট করে ক্যাপশন বলেছিলেন, ‘পিএসএ আমি এই পণ্যগুলির বেশিরভাগই বিনামূল্যে পেয়েছি। সবাই মুখ ধোয়ার আগে সিরাম ব্যবহার করুন। এছাড়াও মেকআপ অপসারণের সময় সূক্ষ্মভাবে চোখের চিকিত্সা করতে চোখ মুছতে স্পঞ্জ ব্যবহার করুন।’ গায়িকার এ ধরণের পরামর্শে সবাই তাঁর প্রশংসা করলেও নেটপাড়ার একাংশ নায়িকাকে বিদ্রুপ করতেও ছাড়েননি। কেউ জানিয়েছেন, একটি স্পঞ্জে মাইকেলার জল প্রয়োগ করার সময় সেলেনার হাত কাঁপছিল। তাহলে এটি ভাল কি করে হল? এই প্রসঙ্গে সেলেনা ভিডিওটির মন্তব্য বিভাগে গিয়েছ ওই ব্যবহারকারীকে উদ্দেশ্য করে বলেন, তাঁর লুপাস ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হিসাবে তার হাত কাঁপছিল। তিনি লিখেছেন, ‘হাল, আমি লুপাসের জন্য আমার ওষুধের কারণে কাঁপছি।’ সেলেনা গোমেজ ২০১৪ সালে একটি দীর্ঘস্থায়ী অটো-ইমিউন রোগে আক্রান্ত হয়েছিলেন। ২০১৭ সালে, তিনি লুপাসের কারণে ফ্রান্সিয়া রাইসা থেকে একটি কিডনি প্রতিস্থাপনও করিয়েছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ