Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সীতাকুণ্ডে নাশকতাসহ একাধীক মামলার আসামি গ্রেফতার

সীতাকুণ্ড(চট্টগ্রাম)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:১১ পিএম

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব কারাবন্দী আসলাম চৌধুরীর বড় ভাই ও রাইজিং স্টিল লিমিটেডের পরিচালক একাধীক মামলার আসামি জসিম উদ্দিন চৌধুরী(৬১)কে গ্রেপ্তার করেছে র‌্যব-৭ এর একটি টিম। গ্রেপ্তারের পর তাঁকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।আজ(১০ জানুয়ারী) শুক্রবার ভোর বেলায় ফেনী মডেল থানাধীন মোহাম্মদ আলী বাজারস্থ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে। গ্রেপ্তারকৃত জসিম উদ্দিন চৌধুরী সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি ইউনিয়ন দক্ষিণ ভাটিয়ারী এলাকার মৃত গোলাম হোসেন চৌধুরীর পুত্র।এদিকে -৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবসার সাংবাদিকদের জানান গত ৬ জানুয়ারি আদালত মামলাটির অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। অভিযোগ গঠনের দিন আদালতে উপস্থিত ছিলেন কারাগারে আটক আসলাম চৌধুরী। চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালত আসামিদের বিচার শুরুর আদেশ দিয়ে সাক্ষ্য গ্রহণ শুরুর জন্য ২ মার্চ দিন রাখেন। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন,কারাবন্দী আসলাম চৌধুরীর বড় ভাই জসিম উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রাম পাঁচলাইশ,ডবলমুরিং, সীতাকুণ্ড, ঢাকা গুলশান থানা,মতিঝিলসহ ৮টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে । তবে ঋণখেলাপি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে তাঁকে। গত ২৪ জানুয়ারি বিভিন্ন সংবাদমাধ্যমে শীর্ষ ২০ জন ঋণখেলাপির নাম উঠে আসে। তার মধ্যে কারাবন্দী আসলাম চৌধুরীর রাইজিং স্টিল লিমিটেডের ১ হাজার ১৪২ কোটি টাকা ঋণের কথা উঠে আসে। তিনি বলেন, প্রাথমিক তদন্তে রাইজিং স্টিল লিমিটেডের পরিচালক জসিম উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে বেসরকারি এবি ব্যাংক থেকে ৩২৫ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ৯৫৫ টাকা আত্মসাতে দুদকের মামলার তথ্য পাওয়া যায়। প্রযুক্তির সহায়তার মাধ্যমে আজ ভোর বেলায় ফেনীতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করার পর সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হহয়েছে।তিনি আরও বলেন, কারাবন্দী আসলাম চৌধুরীর পারিবারিক মালিকানাধীন প্রতিষ্ঠান রাইজিং স্টিল লিমিটেড পুরোনো জাহাজ কিনতে ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে তিনটি ঋণপত্রের (এলসি) বিপরীতে এবি ব্যাংক চট্টগ্রামের আগ্রাবাদ শাখা থেকে ৩২৫ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ৯৫৫ টাকা ঋণ নিয়ে তা পরিশোধ করেননি। ওই ঘটনায় ২০১৬ সালের ১৭ জুলাই দুদকের উপসহকারী পরিচালক মানিক লাল দাশ বাদী হয়ে আসলাম চৌধুরী ও তাঁর দুই ভাই জসিম চৌধুরী, আমজাদ চৌধুরী এবং আসলাম চৌধুরীর স্ত্রী নাজনীন মাওলাকে আসামি করে মামলা করেন। আর মামলার পর থেকে জসিম উদ্দিন চৌধুরী বিভিন্ন স্পটে অবস্থান করায় পালিয়ে বেড়ান তিনি । সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি)তোফাইল আহমেদ বলেন,রাইজিং স্টিল লিমিটেডের পরিচালক ও বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব কারাবন্দী আসলাম চৌধুরীর বড় ভাই জসিম উদ্দিন চৌধুরীকে চট্টগ্রাম র‌্যাব-৭ এর একটি টিম ফেনী জেলা থেকে আজ ভোর রাতে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে চট্টগ্রাম, সীতাকুণ্ড, ঢাকাসহ বিভিন্ন স্থানে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে ।গ্রেপ্তারের পর সীতাকুণ্ড থানায় হস্তান্তর করার পর কোর্টে পাঠানো হয়েছে তাঁকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ